এক টাকার পুরোনো নোট থাকলেই পেয়ে যাবেন কয়েক লক্ষ টাকা, জেনে নিন কি করতে হবে

অনেক মানুষেরই শখ আছে পুরোনো বা অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করার। আর এই সব জিনিসপত্র যত বেশি পুরোনো হবে ততই দামি হবে। কথায় আছে না ‘0ld is gold’। বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে এই সব জিনিসপত্র সবার সামনে তুলে ধরতে হয়ে।

এখন অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটেও এই সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। অনেক সময় এই সব পুরোনো জিনিসের দাম লক্ষ কিংবা কোটির অঙ্কও ছুঁতে পারে। কিন্তু যাদের জিনিস গুলি পছন্দ হয়ে, তাঁরা এই পরিমাণ টাকাতেই জিনিসটি কিনতে রাজি হয়ে যান।

এই ধরনের পুরোনো জিনিসের মধ্যেই পড়ে ভারতের এক টাকার নোট। ২৬ বছর আগে ভারতীয় সরকার এক টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছেন। ২০১৫ সালের পয়লা জানুয়ারি আবার নোট ছাপানো শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। তবে এই নোটের দাম দেশীয় বাজারে হাজার টাকা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি এক টাকার নোটের বান্ডিলের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে। খবরটি জেনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু এটা সত্যি। ওই বান্ডিলের ১২৩৪৫৬ ক্রমিক নম্বরের একটি নোটে ১৯৫৭ সালের গভর্নর এইএচএম পটেলের সই আছে।

জানা গেছে, যারা এই ধরনের টাকা সংগ্রহ করতে চান তাদের জন্য ইন্ডিয়া মার্ট এবং ওএলএক্স এনে দিয়েছে এক সুবর্ণ সুযোগ। এই ওয়েবসাইটেই স্বাধীনতার আগের একটি নোটের দাম এক লক্ষ ছাড়িয়েছে। এখানে পাওয়া যাচ্ছে পুরোনো ৫০০,১০০,১০ ও ১টাকার নোট। সুতরাং যারা টাকা নিলাম করতে বা নিলামে অংশ নিতে চান তাঁরা এই সব ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে পুরোনো কয়েন বা টাকার ছবি পোস্ট করলেই অনেক টাকা উপার্জন করার সুযোগ পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *