জোকা-বিবাদী বাগ মেট্রো চলা শুরুর দিনে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : নতুন বছর শুরুর আগে ভাগেই নিউ ইয়ারের উপহার পেল বঙ্গ। অবশেষে বহু অপেক্ষার দিন শেষ হল। অর্থাৎ চালু হল বহু অপেক্ষার জোকা-তারাতলা মেট্রো পরিষেবা । কলকাতায় এসে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গেই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা মারা যাওয়ার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর বাতিল হয় । অবশেষে ভার্চুয়ালি ভাবে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য জোকা-তারাতলা মেট্রো পরিষেবা, শিলান্য়াসের ১২ বছরেরও বেশি সময় পর চালু হল। গুজরাত থেকেই ভার্চুয়ালি মেট্রো পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল তাঁর উদ্যোগেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি জোকা-তারাতলা মেট্রো পরিষেবা উদ্বোধনের সময় বলেন, ‘প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ করে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ হচ্ছে। ইতিমধ্যেই জোকা-তারাতলা রুট তৈরি। এর ফলে শহরের লোকের ইজ অফ লিভিং আরও বাড়বে।’ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘সরকার বড় সওগাত দিয়েছে বাংলাকে। জোকা-তারাতলা মেট্রো দীর্ঘদিনের দাবি ছিল। উপকৃত হবেন শহরবাসী।’শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হলেও, জোকা-তারাতলা রুটে বাণিজ্যিক ভাবে মেট্রো পরিষেবা শুরু হতে পারে ২ জানুয়ারি থেকে। মেট্রোরেল সূত্রে খবর, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি অংশের কাজও দ্রুত গতিতে চলছে। খুব শিগগিরই তা চালু হয়ে যাবে।

উল্লেখ্য বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মঞ্চের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান , ‘আপনি জানলে খুশি হবেন, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। কারণ এটা আমার স্বপ্নের প্রকল্প । আমি রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলাম। আজ আমি অবশ্যই ধন্যবাদ জানাব কলকাতা পুরসভার তৎকালীন চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়কে যিনি জোকা ও তারাতলা মেট্রো স্টেশনের জন্য সমস্ত জমি সংগ্রহ করেছিলেন। ধন্যবাদ তৎকালীন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকেও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *