
প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এক গৌরবময় অধ্যায়ের অবসান হল । দীর্ঘ লড়াইয়ের চালালেও ক্যান্সারকে গোল দিতে পারলেন না পেলে। শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া ফুটবলমহলে।

সদ্যই ব্রাজিলিয়ান হিসাবে পেলের সর্বকালীন গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। ফুটবল সম্রাটের মৃত্যুতে মর্মাহত তিনি। পেলে ও নেইমার সম্পর্ক বরাবরই মিষ্টিমধুর। একাধিকবার একাধিক পরিস্থিতিতে ব্রাজিলের বর্তমান ১০ নম্বর জার্সিধারীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ১০ নম্বর জার্সিধারী।

দুইজনের জার্সি নম্বরের পাশাপাশি সিনিয়র ফুটবলের শুরুটাও একরকম। দুইজনেই স্যান্টোসের হয়ে নিজের সিনিয়র ফুটবল কেরিয়ারের শুরুটা করেন। এক সেলেসাও তারকার মৃত্যুতে আরেক সেলেসাও তারকা দিলেন মর্মস্পর্শী বার্তা। নিজের সোশ্যাল মিডিয়ায় পেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে বার্তা দেন নেমার।

পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গোটা ব্রাজিল, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সম্রাট পেলেকে বিদায়। গোটা ফুটবল বিশ্ব এখন যে ব্যথা অনুভব করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে।’

পেলের কন্যা কেলি নাসিমেন্তো লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবার ‘দুঃখিত আর হতাশ। যা জানাজানি হতেই নতুন করে উদ্বেগ তৈরি হয় ফুটবলপ্রেমীদের মনে। যদিও পেলে শেষ কয়েকদিন চিকিৎসায় ঠিকমতো সাড়াও দিচ্ছিলেন না । কয়েকদিন আগে তাঁর কন্যা জানিয়েছিলেন, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের চিকিৎসাধীন। পাশাপাশি ক্যান্সার আক্রান্তও পেলে। রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন ।

উল্লেখ্য কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। তিনি সোশ্যাল বার্তায় লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নাও পেলে।’