সঠিক নিয়ম না জানলেই সর্বনাশ!

24hrstv desk: কাজল পড়লেই কিছুক্ষনে ঘেটে যাচ্ছে? কাজল পড়ার সঠিক কৌশল জানেন কি? দামি দামি কাজল কেনার পরেও চোখে থাকছেনা দীর্ঘক্ষণ? তবে এবার আর বাকি সবার মতন করবেন না। অজান্তেই করবেন না চোখের ক্ষতি। সঠিক কৌশলে কাজল পরে কমা দামেই করুন বাজিমাত।

আসলে কাজল পড়ার ধরনের উপর নির্ভর করে তা কতক্ষন আপনার চোখে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলে একই ভুল করে থাকেন আর সেই কারণেই অল্প কিছুক্ষণের মধ্যেই মুছে যায় কাজল।

অনেকে আবার যতই ভালো করে কাজল পড়ুন না কেনো রাস্তায় বেরোনোর সাথে সাথেই ঘেটে যায়। কেনো হয় জানেন ? আপনার কাজল বাছার ভুলেই! আসুন আগে জেনে নিন কিভাবে বুঝবেন কোন কাজলটা আপনার জন্য সঠিক 

প্রথমে আপনার চোখের রংকে খেয়াল করে গুরুত্ব দিন সঠিক শেডে। সবরকমের শেড একেবারেই উপযুক্ত নয় আপনার জন্য। তাই আগেই বাছুন সঠিক ফর্মুলা। 

 আপনাকে যে কাজ করতে হবে তা হলো- দামের ভিত্তিতে নয় মানের ভিত্তিতে প্রোডাক্ট খুঁজতে হবে। রোগ সংক্রমণ থেকে বাঁচতে ভালো মানের প্রোডাক্ট খুঁজতে হবে আপনাকে।

বেশিরভাগ বিজ্ঞাপনেই আমরা সুন্দরী মডেলদের পেন্সিল কাজল ব্যবহার করতে দেখি কিন্তু আপনি ভুলেও এ কাজ করবেন না। দীর্ঘক্ষন পরে থাকার জন্য তা একেবারেই উপযুক্ত নয়। পেনসিল কাজল না পরাই ভালো।

কখনো বা ‘কাজল কালো চোখে’ ম্যাজিক্যাল ঝলকানি আনতে গিয়ে অনেকেই ব্যবহার করেন গ্লিটারি বা শিমারি। এখন থেকে তা আর করবেন না। এগুলি ব্যবহারের ফলে ভবিষ্যতে মারাত্মক বিপদে পরতে পারেন আপনি। এটি আপনার চোখের জন্য ভীষণ ক্ষতিকারক, এমনকি রোগের কারণ হতে পারে পরবর্তিতে। 

যদি আপনার চোখে তবে একটুতেই জল আসে তবে বুঝে নিন আপনার চোখে সংবেদনশীলতা স্বাভাবিকের চেয়ে বেশি। এক্ষেত্রে চোখে প্রাকৃতিক বা অর্গ্যানিক কাজল লাগানোর চেষ্টা করুন। এটি আপনার জন্য উপকারি এবং উপযুক্ত। 

নিজের পছন্দ মতন রং বাছতে পারেন তাতে কোনও সমস্যা নেই। কালোর পরিবর্তে ব্রাউন বা লাইট ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। এই ধরনের কাজল পরলে আপনার চোখ দেখতে বড় লাগে। কাজেই যাদের চোখ স্বাভাবিকের চেয়ে ছোটো, তারা নিঃসন্দেহে এভাবে কাজল পরে নিজেকে অনেক বেশি সুন্দর দেখাতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *