বিপদের মুখে ”সন্ন্যাসিরা”

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগরে যাচ্ছেন একাধিক সাধু-সন্ন্যাসি’রা। রীতিমতো রওনা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তেমন’ই আজ পুরুলিয়ার কাশীপুরের সন্ন্যাসি’রা উত্তরপ্রদেশ থেকে গাড়ি করে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে উঠল অভিযোগ। এমনকি তাদের গাড়িও ভাঙ্গচুর করা হল। কেন সন্ন্যাসিদের বিরুদ্ধে অভিযোগ ? গঙ্গাসাগরে যাওয়ার পথে কাশীপুরের গৌরঙ্গডি গ্রামে পৌঁছে ৩ নাবালিকাকে রাস্তা জিজ্ঞাসা করে সাধু-সন্ন্যাসিরা। ঠিক সেই সময় তাদের অপহারণকারি বলে অভিযোগ ওঠে সন্ন্যাসিদের নামে। পরে, সেই আক্রান্ত সন্ন্যাসিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এই মামলায় তদন্ত করছে কাশীপুরের থানার পুলিশ। আপাতাত এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১২ জন

ভারতীয় রাজনীতিবাদ ভারতীয় জনতা পার্টির আইটি সেলের জাতীয় আহব্হক অমিত মাল্যব এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে তিনি লেখেন, মকর সংক্রান্তি জন্য গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল সাধু-সন্ন্যাসিরা। পালঘরের মতো তারাই গনপিটুনির মুখোমুখি হয়েছে। যেখানে শেখ শাহাজাহানের মতো মানুষেরা সুরক্ষায় রয়েছে সেখানে গঙ্গাসাগরে রওনা দেবার পথে সন্ন্যাসিরা বিপদের মুখোমুখি পড়ছে একই সুরে বিজেপির সুকান্ত মজুমদারেরও এমন’ই বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *