এবারে দমকলমন্ত্রী’র বাড়িতে তল্লাশি

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : আগের সপ্তাহে শুক্রবার সন্দেশখালি’র ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার, আজ আবারও উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের দমকলমন্ত্রী’র বাড়িতে হানা দিল ইডি আধিকারিকে’রা। ভোরের আলো ফুটটে না ফুটতে’ই দমকলমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ঘেরা করে রাখে সিআরপিএফ জওয়ানেরা। সুজিত বসু’র শ্রীভুমির দুই বাড়িতে শুরু হয় তল্লাশি। তার ছেলেকে নিয়েও শুরু হয় তল্লাশি। শুধু বাড়ি নয় অফিসেও চলেছে তল্লাশি । তার সাথে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী ও তৃনমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও চলছে তল্লাশি।

কেন্দ্রীয় এজেন্সি সকাল বেলায় রওনা দেয় রাজ্যের দমকলমন্ত্রী’র বাড়িতে। পুর নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসু, সুব্রত চক্রবর্তী, তাপস রায়ের নাম উঠে আসে। ইডির দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে আয়ন শীলের বাড়িতে যায় ইডি আধিকারিকেরা। সেখান থেকে’ই কম্পিউটারের একটি ফোল্ডারে নাম উঠে আসে সুজিত বসুর। ওই ফোল্ডারে ছিল কাদের কাছে কত টাকা গিয়েছে। ইডি সূত্রে খবর, আয়ন শীল কে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়ে উঠে আসে সুজিত বসুর নাম। সেখান থেকে’ই একাধিক কোডনেম দেখা যায়। কোডের আড়ালে নাম থাকে দমকলমন্ত্রী সুজিত বসুর। সুজিত বসুর বাড়ি’টি ঘিরে রাখে সিআরপিএফ জোয়ানেরা। দরজা ধাক্কা-ধাক্কির পর দরজা খোলা হয়। দমকলমন্ত্রীর বাড়ির কর্মচারীরা প্রথমে ধুকতে বাধা দেয়। তবে, কেন্দীয় এজেন্সির প্রশ্ন ওয়ারেন্টি থাকার পরও কেনো বাধা দেওয়া হয়েছে তাদের। এরপর’ই ইডির উষ্ণ মেজাজে দরজা খুলতে বাধ্য হয়। সুজিত বসু ছাড়াও নাম উঠে আসে তাপস রায়, সুব্রত চক্রবর্তী’র। এই প্রসঙ্গে বিজেপির শুভেন্দু আধিকারি বলেন, ‘ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন’। এছাড়াও তৃনমূলের স্লোগান ‘খেলা হবে’ খেলা শুরু হয়ে গিয়েছে এমন’ই মন্তব্য করেন বিজেপির দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *