গুজরাতের মোরবি ব্রিজ ভেঙ্গে মৃত্যু হল বাংলার যুবকের

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গুজরাটের মোরবির মচ্ছু নদীর ওপরের কেবল ব্রিজ দেখতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। ব্রিজ বিপর্যয়ে প্রাণ গেল বাংলার যুবকের। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা নিহত হাবিবুল শেখ। ছোট থেকে বেশ মেধাবী ছিলেন। তবে অভাব প্রতি মুহূর্তে স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই মেধাবী ছাত্র হাবিবুলকে একাদশ শ্রেণির পরই পড়াশোনায় ইতি টানতে হয়। বাবার পাশে সাংসারের হাল ধরার জন্য সোনার কাজ করার জন্য পাড়ি দিয়েছিলেন গুজরাতে।
মাস দশেক আগে গুজরাতে কাকার কাছে চলে যান হাবিবুল। সোনার কাজ করে যা আয় হত সে টাকা ঘরে পাঠাতেন। পরিবারে সুদিন ফিরছিল। দিব্যি চলছিল সংসার। পরিবারের লোকজনের দুঃখ দুর্দশা ঘোচানোর কাজ করছিলেন হাবিবুল। কিন্তু সুখ যে বড়ই ক্ষণস্থায়ী। রবিবার ছুটি ছিল। বন্ধুদের সঙ্গে ব্রিজে ঘুরতে গিয়ে ভেঙে পড়ে সেতু। এদিন আর পাঁচজনের মতো মচ্ছু নদীতে তলিয়ে যান হাবিবুল। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর উদ্ধার হয় হাবিবুলের নিথর দেহ।
মৃতের বাবা মহিবুল শেখ বলেন, “ছেলে সোনার কাজের জন্য গুজরাতে গিয়েছিল। সেখানেই কাকার কাছে থাকত। রবিবার বন্ধুদের সঙ্গে কেবল ব্রিজ দেখতে গিয়েছিল। তারপরেই জানতে পারলাম ও আর নেই।” মৃত্যুসংবাদের মতো কঠিন বাস্তব যেন মানতেই পারছেন না হাবিবুলের বাবা। নিজেদের সামলাতে পারছেন না পরিবারের লোকেরা। আপাতত দেহ গ্রামে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন কেশববাটির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *