
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন
ঘূর্ণি ঝড় ইয়াস -এর প্রকোপ তার সঙ্গে ভাঙ্গন , এই দুইয়ের জেরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত। আজ পাথরপ্রতিমার ভাঙ্গন কবলিত বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে এসে পাথর প্রতিমায় নেমে প্রথমে তিনি গেলেন ত্রাণ শিবিরে। ত্রাণ শিবিরের মানুষদের সঙ্গে কথা বললেন।
পরে স্থানীয় বিধায়ক সমীর জানার সঙ্গে তিনি কথা বললেন এবং একইসঙ্গে নির্দেশ দিলেন এদেরকে যেন কোন অসুবিধা না রাখা হয় এবং সামনে প্রাকৃতিক বিপর্যয় যে আসছে এই বর্ষায় যদি তাদের ঘর না থাকে তাহলে এখানে ওই মানুষদেরকে যেন আশ্রয় শিবিরে রাখা হয়। এর পরে তিনি রামগঙ্গা থেকে লঞ্চে যাবেন গোপাল নগর গ্রাম পঞ্চায়েতে । ঘুরে দেখবেন সেই সমস্ত বিধ্বস্ত এলাকা যেখানে জলোচ্ছ্বাস আর বাঁধ ভেঙে এলাকা হয়েছিল প্লাবিত। এখনো পর্যন্ত কোমর পর্যন্ত জলে ডুবে আছে ওই এলাকার মানুষের ঘরবাড়ি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছিয়ে জানান , মুখ্যমন্ত্রী ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি ঘোষণা করেছেন , যার আওতায় সকল ক্ষতি গ্রস্ত মানুষ উপকৃত হবেন। জায়গায় জায়গায় ক্যাম্প বসানো হবে , সেখানে তাদের সমস্যার কথা বললে দ্রুতই তার মীমাংসা করা হবে।