এবার কাঁথির ইঞ্জিনিয়ার ও থানার দুই আধিকারিককে তলব সিবিআই-এর !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : টেন্ডার দুর্নীতির মামলায় কাঁথির পৌরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পাণ্ডা এবং কাঁথি থানার দুই আধিকারিককে তলব করলসিবিআই। সূত্রের খবর , সিবিআইয়ের তদন্তকারীরা গত সপ্তাহে অভিযোগকারী কাকলি পণ্ডা অর্থাৎ শান্তনুর স্ত্রীর বয়ান নথিভুক্ত করেছিলেন । আর এবার শান্তনুর বয়ান নথিভুক্ত করার জন্য তলব করা হয়েছে । বুধবার তিন জনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে । উল্লেখ্য ,সিবিআই আধিকারিকরা মঙ্গলবারই নিজাম প্যালেসে কাঁথি থানার এসআই ও এক কনস্টেবলকে তলব করেন । পৌরসভার ইঞ্জিনিয়ারের স্ত্রী কাকলি গত ২৪ ডিসেম্বর কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন । তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল , কাঁথির একটি রাস্তার কাজ শেষ না করেটাকা নেওয়া হয়েছে। ঠিকাদার রামচন্দ্র পাণ্ডার ঠিকাদারি করার শংসাপত্র নেই। এই অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ ২৭ ডিসেম্বর রামচন্দ্রকে গ্রেফতার করে ।

সূত্রের খবর , তিনি ছাড়া পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন । রামচন্দ্র মন্তব্য করেন , “আমাকে শুভেন্দু অধিকারীর নাম নিতে মারাত্মক চাপ দেওয়া হয়েছে । কলকাতা থেকে আধিকারিকরা এসে টেবিলে রিভলভার রেখে আমাকে জেরা করেছেন । নিরাপত্তারক্ষী বন্দুক দিয়ে আমার পেটে খোঁচা দিয়েছে। কলকাতার আধিকারিকরা হুমকি দিয়েছেন, শুভেন্দুর নাম না বললে ৩ বছর জেলে ভরে রেখে দেব।” যদিও তিনি একাধিক প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। কাঁথি থানার আইসিকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । এরপর তলব করা হয় কাঁথি থানার এসআই ও এক কনস্টেবলকে। তদন্তকারীরা এবার প্রত্যেকের বয়ান খতিয়ে দেখবেন । তারপর তদন্তকারীরা প্রক্রিয়া শুরু করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *