শিলিগুড়িতে রাহুলের ‘ন্যায়যাত্রা’য় সভা করার অনুমতি দিল না পুলিশ

24HrsTv: নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’য় সভা করার অনুমতি দিল না পুলিশ। আগামী ২৮ জানুয়ারি শিলিগুড়িতে সভা ও পদযাত্রার ভাবনা ছিল কংগ্রেসের। সেই মতো পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়। কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সভার অনুমতি দেয়নি। এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

বৃহস্পতিবার দলের দার্জিলিং জেলা কার্যালয়ে বৈঠকও করেন কংগ্রেস নেতারা। বৈঠকে অধীর ছিলেন। বৈঠক শেষে বেরিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ‘আমরা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। সভা ও পদযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ওই দিন কিছু পরীক্ষা রয়েছে। সেই কারণে সভার অনুমতি দেওয়া হয়নি। তবে পদযাত্রা হবে। সভার রুট যখন তৈরি হয়েছিল, তখন তো আর পরীক্ষার বিষয়টি জানা ছিল না। তাই এই সমস্যা হয়েছে। তবে বাকি সব ঠিকই আছে। যাত্রা যেমন চলছে, তেমনি চলবে। রুটের কোনও পরিবর্তন হবে না। শুধু সভা করার অনুমতি নেই৷’

বৃহস্পতিবারই বাংলায় প্রবেশ করেছে রাহুলের ‘ন্যায় যাত্রা’। কংগ্রেস সূত্রে খবর ছিল, ২৮ জানুয়ারি ফালাকাটা থেকে গাড়িতে ন্যায় যাত্রা বেরোবে। ময়নাগুড়ি হয়ে তা পৌঁছবে জলপাইগুড়ি শহরে। সেখানকার পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা করে রাহুল পৌঁছবেন কদমতলা চকে। দুপুরে গাড়িতে করে ৩ কিলোমিটার দূরে এবিপিসি গ্রাউন্ডে ঘুরে দেখবেন। তার পর আবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর থেকে যাত্রা শুরু হবে। জলপাইগুড়ি শহর থেকে সেই জায়গা ১৭ কিলোমিটার দূরে। ফাটাপুকুর থেকে সোজা শিলিগুড়ি থারান মোড়। সেখান থেকে গাড়িতে এয়ারভিউ মোড়। সেখানে রাহুলের সভা হওয়ার কথা ছিল। এর পর সেখান থেকে নকশালবাড়ি হয়ে উত্তর দিনাজপুরের সোনাপুরে রাত্রিবাসের কথা ছিল রাহুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *