
রাজ চক্রবর্তী এবার তৈরি করছেন নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’
Read Time:1 Minute
এবার রাজ চক্রবর্তী আনছেন তার নতুন ওয়েব সিরিজ। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজের শ্যুটিং। সম্প্রতি শ্যুটিং লোকেশন থেকে ছবি শেয়ার করেছেন পরিচালক নিজেই। সেখানে দেখা যাচ্ছে রাজের সেটে হাজির শুভশ্রী ও সঙ্গে ইউভানও।
‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে এই প্রথমবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ আরও অনেকেই। তবে অভিনেতার তালিকায় রয়েছে চমক। বিধায়ক রাজের সিরিজে এবার অভিনয় করবেন রাজ্যের এক মন্ত্রীও। তিনি হলেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত পার্থ ভৌমিক। তবে তাঁর মতে বন্ধুত্বের কারণেই রাজ তাঁকে অভিনয়ের অফার দিয়েছেন। তবে তিনি এই ওয়েব সিরিজে অভিনয় করবেন কিনা, তা এখনও নিশ্চিত হয়নি।