রাজনীতি থেকে অভিনয় জগতে রাজন্যা

24 Hrs Tv ওয়েব ডেস্ক : ঋতুপর্ণা পাত্র : ২১ শে জুলাই মঞ্চ কাঁপানো রাজন্যা হালদার নেত্রী থেকে এবার অভিনেত্রী। ‘নাইনটিন ফরটি ফাইভ বিহাইন্ড দ্য মাউন্টেনস’— স্বাধীনতার প্রেক্ষাপটে তৈরি ছবিতে বিপ্লবী পুতলি তামাংয়ের চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের যুবনেত্রী। ঘটনাচক্রে এই ছবিটির পরিচালনায় রয়েছেন রাজন্যার হবু বর তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা প্রান্তিক চক্রবর্তী। ‘নাইনটিন ফরটি ফাইভ বিহাইন্ড দ্য মাউন্টেনস’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ জানুয়ারি। নন্দন, নজরুলতীর্থ এবং রাধা স্টুডিয়ো, কলকাতার সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। এখনই জেলায় জেলায় ছবির স্ক্রিনিং না হলেও দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির বেশ কিছু প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। পরিচালকের কথায়, “১৯৪২ সালে গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন, পাহাড়ে তার নেতৃত্ব দিয়েছিলেন ২৬ বছরের বীর বিপ্লবী পুতলি তামাং। যে কোনও কারণেই হোক সেই ইতিহাস আজ উপেক্ষিত। আমি তাঁদের গল্পই বলতে চেয়েছি।” এই ছবিতে রয়েছে একটিই মাত্র গান, যেটি লিখেছেন প্রান্তিক এবং গলা দিয়েছেন রাজন্যা হালদার। ছবির প্রিমিয়ারে থাকার জন্য ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কথা বলেছে টিম প্রান্তিক এবং রাজন্যা। তাঁদের ইচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি দেখুন। তবে বাম, বিজেপিকেও এই ছবি দেখার জন্য আমন্ত্রণ করা হবে, এক সংবাদ মাধ্যমে জানান ছবির পরিচালক। রাজন্যার কথায়, তিনি শর্মিলা ঠাকুর, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে শিখেছেন। তবে শিল্পী হিসাবে রাজন্যার অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *