
জল্পনা সত্যি করে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার
ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার । হাঁটুর ব্যথার জন্যই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন ‘রাজা’ রজার। রবিবার সন্ধ্যেবেলাতেই টুইটে এই কথা ঘোষণা করলেন তিনি। যারপরই মন খারাপ ফেডেরার ভক্তদের।
সূত্রের খবর , হাঁটুর ব্যথা নিয়ে চিন্তায় রয়েছেন টেনিসতারকা। সেই জন্যই চলতি ফরাসি ওপেন থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছেন তিনি। এরপরই সন্ধ্যেবেলা ফেডেরারের ওই টুইট। সেখানে তিনি লেখেন, নিজের দলের সঙ্গে কথা বলেই আজ রোলা গাঁরো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। হাঁটুতে দুটি অস্ত্রোপচার এবং এক বছরে রিহ্যাবের পর আমার শরীর কী চাইছে, সেটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ফিট হওয়ার পথে কোনওরকম তাড়াহুড়ো করা আমার উচিত হবে না। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জেতায় আমি খুব খুশি। পুনরায় কোর্টে ফিরতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।’ এর আগে ভারতীয় সময় রবিবার ভোরে শেষ হওয়া ম্যাচ জিতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।