সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ প্রেসিডেন্ট পুতিনের

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে শোকপ্রকাশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সোমবার মোরবি শহরে ঘটা ব্রিজ দুর্ঘটনা নিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি শোকবার্তা প্রকাশ করেছেন ক্রেমলিন। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রেসিডেন্ট পুতিনের ওই বার্তায় বলেন, “প্রিয় রাষ্ট্রপতি মহোদয়া এবং প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমি সমব্যথী।” রুশ সরকারি সংবাদমাধ্যম ‘তাস’ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব এদিন।
গত রবিবার গুজরাটের মচ্ছু নদীর ওপরে থাকা একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে। মৃত্যু হয়েছে ১৪১ জনের। উদ্ধারের কাজ এখনও বহাল। ঘটনার ভয়াবহতা সামনে এসেছে বেশ কিছু ভিডিও মারফত এমনটাই সূত্রের খবর। আচমকা কীভাবে নদীতে ছিঁড়ে পড়ল কেবল ব্রিজটি। এক প্রত্যক্ষদর্শী জানান, একদল যুবক মজার ছলে দোলাচ্ছিল সেতুটিকে।
প্রসঙ্গত, বর্তমানে গুজরাট সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরমধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। কমপক্ষে দুর্ঘটনার সময় ৫০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও চার দিন আগে কোটি টাকা খরচ করে তা মেরামতির পর জনতার জন্য খুলে দেওয়া হয়। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *