বিজেপির নবান্ন অভিযান ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন সাঁতরাগাছি

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। আজ সাঁতরাগাছির এই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে মিছিলের সূচনাস্থলে পৌঁছানোর আগেই শুভেন্দুকে আজ পিটিএস-এ আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। শুভেন্দুকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ায় সাঁতরাগাছি থেকে শুরু হওয়া বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মিছিলে পা মেলান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

এদিন মিছিল শুরু হয় নির্বিঘ্নেই। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। নবান্ন থেকে আড়াই কিমি দূরে কোনা এক্সপ্রেসওয়েতে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তা ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। ইট ছোঁড়া হয়। জল কামান চালায় পুলিশ। ‘বজ্র’ থেকে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যারিকেড টপকে এসে লাঠি চার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিরাট পুলিশ বাহিনী।

নবান্ন অভিযানের শুরু হওয়ার আগেই এদিন শুভেন্দুকে আটক করে কলকাতা পুলিশ। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয়েছে শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়। অন্য পথ দিয়ে যেতে বলা হলে শুভেন্দু পুলিশকে প্রশ্ন করেন, ‘ইয়ার্কি মারছেন আমার সঙ্গে? এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় বিজেপি নেতা রাহুল সিনহাকেও।

এই মুহুর্তে উত্তপ্ত হয়ে উঠেছে সাঁতরাগাছি। টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে। সাঁতরাগাছি স্টেশনে আস্তানা নিয়েছেন বিজেপি কর্মীরা। ইট বৃষ্টি করছেন তাঁরা। পুলিশ এগোতে চাইলেও বারবার ফিরে আসতে হচ্ছে। ইটের আঘাতে নাক ফেটে গিয়েছে পুলিশ অফিসারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *