
এবার নয়া অবতারে টলি অভিনেতা অঙ্কুশ
এবার নয়া অবতারে ধরা দিতে চলেছেন টলি অভিনেতা অঙ্কুশ। সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’-র অফিসিয়াল টিজার। এই ছবিতে লম্বা চুল, ঘন দাড়ি এবং চশমায় একেবারে নতুন রূপে দেখা যাবে অঙ্কুশকে।
নতুন ছবি ‘মির্জা’-র টিজারে ফুটে উঠেছে অঙ্কুশের নতুন লুক। সম্মান নাকি পদমর্যাদা কোনটি বেশি গুরুত্বপূর্ণ ? সেই চিত্রই ফুটে উঠবে এই ছবিতে। ইতিমধ্যেই এই টিজার রীতিমতো সাড়া ফেলে দিয়েছে অনুরাগীদের মধ্যে। ছবিতে অভিনেতার পাশাপাশি এবার প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে অঙ্কুশকে। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ মোশন পিকচার্স’ এবং ‘নেক্সজেন ভেঞ্চার্স’-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আগামী বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন সুদ্ধো রায়। ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন ‘ম্যায় হুঁ না’ খ্যাত সুমিত-সুশীল জুটি। তাই টলি পাড়ায় ফের এমন এক ফুল অন অ্যাকশন মুভি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমিরা। ২০২৩ সালের ইদের আগেই মুক্তির সম্ভবনা রয়েছে ‘মির্জা’-র।