ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকছেন না সৌরভ গাঙ্গুলী

ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাজির থাকতে পারছেন না বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং বোর্ড সচিব জয় শাহ। বুধবার দলের ক্রিকেটাররা পরিবার নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ।

ব্রিটিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডে যে কেউই আসুন না কেন, তাঁকে সেই দেশের কভিড বিধি মানতেই হবে। অর্থাত্‍, ইংল্যান্ডে গিয়ে তাঁকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ওই নিয়মের কারণেই সৌরভের যাওয়া আটকে যাচ্ছে। ইংল্যান্ডে গিয়ে তাঁকে অন্তত ২০ দিন থাকতে হবে, সেটি কার্যত এই মুহূর্তে অসম্ভব। কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে যে কঠিন বায়ো-বাবল সিস্টেম করছে, তাতে প্রবেশ করে গেলে কাউকে বের করা কঠিন।

সৌরভ গাঙ্গুলী বা জয় শাহ গেলে , তাঁদের মাঠে যেতে হবে, কিংবা শিবিরেও ঢুঁ মারতে হবে।শুধু হোটেলে থাকতে পারবেন না তাই সৌরভ ও বাকি বোর্ড কর্তাদের ইংল্যান্ডে যাওয়া নিয়ে সমস্যা রয়েছে। যদিও , সৌরভর এবং বাকি বোর্ড কর্তাদের পরিকল্পনা ছিল দুবাই আইসিসি -র পর তাঁরা ইংল্যান্ডের উদেশ্যে রওনা দেবেন। কিন্তু নিয়মের কারণেই তাঁদের দেশে ফিরে আসতে হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড মারফত্‍ বলে দেওয়া হয়েছে, ক্রিকেটাররা যে যাঁর পরিবার নিয়ে যেতে পারে। দীর্ঘ সাড়ে তিন মাসের সফর, তাই এই বিষয়ে শিথিল করা হয়েছে। রোহিত, কোহলি, রাহানেরা সবাই প্রায় স্ত্রী-সন্তানদের নিয়ে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *