ইসরোতে ডাক কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দারের

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ছোটবেলা থেকেই মহাকাশ বিজ্ঞানীদের সম্পর্কে নদিয়ার কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকার বাসিন্দা নবারুণ পোদ্দার তাঁর বাবার কাছে গল্প শুনতেন। তার স্বপ্ন ছিল বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার। প্রায়ই তিনি বাবাকে বলতেন সেও বড় হয়ে মহাকাশে পাড়ি দেবেন। ছোটবেলার সেই স্বপ্ন বাস্তবে পরিণত করলেন কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দার। অবশেষে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো থেকে ডাক পেলেন।
মহাকাশ নিয়ে ইসরোতে গিয়ে তিনি গবেষণা করার সুযোগ পেয়েছেন জানতে পেরে খুশি, পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও। জানা গিয়েছে, কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়তেন নবারুণ পোদ্দার। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন তিনি। পাশাপাশি দশম শ্রেণী পর্যন্ত ছিল না কোন প্রাইভেট টিউশন। তার মা শিপ্রা পোদ্দার নিজেই বাড়িতে তার ছেলেকে পড়াতেন। প্রথম থেকেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ ছিল তার।
তিনি ফিজিক্স নিয়েই সে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেন। কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দারকে ইসরো সুযোগ দেয় বলে জানা গিয়েছে। আপাতত বেশ কয়েক বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোতে রিসার্চ স্কলার হিসেবে যোগদান করবেন তিনি। তার এই সাফল্যে খুশি তার পরিবারসহ আত্মীয়স্বজনেরাও। এরপর ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়েই তার কাজ করার ইচ্ছে বলে জানায় কৃষ্ণনগরের ছেলে নবারুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *