
একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার নারীর
গোউটেং প্রভিন্স -এ এক দক্ষিণ আফ্রিকান এক মহিলা এক সঙ্গে মহিলা ১০টি শিশুর জন্ম দিয়েছেন।প্রিটোরিয়ার এক হাসপাতালে তিনি এই দশ সন্তানের জন্ম দেন। দশজনের মধ্যে ৭টি পুত্রসন্তান, ৩টি কন্যাসন্তান। গত মাসেই মরক্কোয় নয় সন্তানের জন্ম দিয়ে মালিয়ান হালিমা নামের এক মালির মহিলা বিশ্বরেকর্ড করেছিলেন। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন ৩৭ বছর বয়সী গসিয়ামে থামার।
এ ঘটনায় গোসিয়ামে ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাথে বিস্মিত চিকিত্সকেরাও। গর্ভবস্থায় পরীক্ষায় গোসিয়ামির গর্ভে আটটি সন্তান থাকার বিষয়টি জানা গিয়েছিল। সন্তান জন্মের খবরে গোসিয়ামে উচ্ছ্বসিত, আনন্দে বাকরুদ্ধ। তবে তিনি এটুকু জানান, তাঁর গর্ভধারণের বিষয়টি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সন্তানধারণের জন্য তিনি কোনো বিশেষ চিকিত্সার সাহায্য নেননি। দক্ষিণ আফ্রিকার এই নারী আগে যমজ সন্তানের জন্মও দিয়েছেন। তাদের বয়স এখন ছ’বছর।