
এবার দর্শক দরবারে আসছে ভুলভুলাইয়া থ্রি
২০০৭ এ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল হরর কমেডি মুভি ভুলভুলাইয়া। প্রায় ১৫ বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া টু। আর এবার আসছে ভুলভুলাইয়া থ্রি। কার্তিক আরিয়ানকে নিয়েই দর্শকের দরবারে ফিরবে ভুলভুলাইয়া থ্রি। এমনই জানালেন ছবির প্রযোজক ভূষণ কুমার।
২০২৪ সালের শেষের দিকে শুরু হবে ভুলভুলাইয়া থ্রি-র শ্যুটিং এর কাজ। আর ২০২৫-এ সিলভার স্ক্রিনে মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া থ্রি। তবে কার্তিকের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ২০২২-এর ২০ মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল অ্যানিস বাজমি পরিচালিত এই হরর কমেডি মুভি। বিশ্বব্যাপী বক্স অফিসে ২৬০ কোটির ব্যবসা করে বক্স অফিসে নজির গড়েছিল ভুলভুলাইয়া টু। কার্তিক-কিয়ারা জুটির এই ছবি বক্স অফিসে সফল হওয়ার পরেই তৃতীয়ভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।