
ফের ধাক্কা শুভেন্দু গড়ে নন্দকুমারের !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এবার শুভেন্দু অধিকারীর গড়ে ফের ধাক্কা খেল নন্দকুমার মডেল। পটাশপুরের ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছে। সেই ভোটে বাম-রাম জোটকে হারিয়ে তৃণমূল জয়লাভ করেছে । ১৪টির মধ্যে ৪ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা । এরপর বাকি ১০টি আসনেও শাসকদল সমর্থিত প্রার্থীরাই জয়ী হন। বিজেপির অভিযোগ করে , তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করায়, নির্বাচন অবাধ হয়নি।
সূত্রের খবর , ভোটের শেষে তৃণমূলের তরফে মানুষের বাম-বিজেপি জোটকে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে । পাল্টা সুষ্ঠু ভোট হয়নি বলে বিজেপি অভিযোগ তুলেছে । তৃণমূল নেতা ও আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা বলেছেন, ‘জয় নিয়ে আশাবাদী আমরা আগেই ছিল, বিষয়টা একটা অন্য মাত্রা দিয়েছিল, সিপিএম বিজেপি ও নামধারী তৃণমূল মহাজোট তৈরি করেছিল। মা মাটি মানুষের সঙ্গে মানুষ রয়েছে, সেটাই আমরা প্রমাণ করলাম। আমরা সর্বাধিক ১৫৭ ভোটে প্রথম প্রার্থী জয়লাভ করেছে। বিরোধীরা সর্বাধিক ৩০০ ভোট পেয়েছে।’ পাল্টা তৃণমূলের দিকে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক সত্যজিৎ নন্দ গোস্বামী বলেছেন, ‘সব শক্তি ঠিকমতো নির্বাচনে অংশ নিতে পারেনি। কারণ পুলিশের অপদার্থতা রয়েছে। শাসকদলের দুষ্কৃতীরা গোটা এলাকায় বয়ে বেড়ায়, তার জন্য। মানুষ আমাদের থেকে সরে দাঁড়ায়নি।’উল্লেখ্য , গত কয়েক মাসে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ভিন্ন রাজনৈতিক সমীকরণ হয় । নভেম্বরে, নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। গেঁওখালিতে আবার, সমবায় সমিতির ভোটে জয়ী হয় কংগ্রেস ও তৃণমূল সমর্থিতদের জোট। পটাশপুরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলপন্থীরা।