এবার পার্থের মুখে দলীয় কর্মীদের বার্তা !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে । আর পার্থকে আদালতে পেশ করার আগেই পার্থ বার্তা দিলেন দলীয় কর্মীদের । আজ আদালতে তোলা হবে সুবীরেশ, শান্তিপ্রসাদ ও দুই মিডলম্যান প্রসন্ন, প্রদীপকেও। পার্থ চট্টোপাধ্যায় ফের দলের পাশে থাকার বার্তা দিলেন । সূত্রের খবর , আদালতে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে শুভেচ্ছা জানাই। বেহালাবাসী, আমার অঞ্চল- সব নাগরিককে শুভেচ্ছা জানাই। বহু প্রতিক্ষীত জোকা-তারাতলা মেট্রো রেল চালু যেমন পূর্ণতা পায়।”

শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স প্রসঙ্গে, আগে পার্থ চট্টোপাধ্যায় দলের পাশেই থাকার বার্তা দিয়ে বলেন “তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।” যদিও শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স নিয়ে জল্পনা থামছে না। তৃণমূলের জেলবন্দী প্রাক্তন মহাসচিব। মমতা বন্দ্য়োপাধ্য়ায় মন্ত্রিসভার প্রাক্তন নম্বর টু। দলেরও একদা নম্বর। এখন দুর্নীতির অভিযোগে কারাগারের পেছনেও থেকেও দলের পাশে পার্থ চট্টোপাধ্যায়। এর আগে আলিপুর আদালতে তোলার সময় পার্থ চট্টোপাধ্য়ায়ের গলায় ডিসেম্বর-সাসপেন্স নিয়ে ভবিষ্য়দ্বাণী শোনা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *