আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আবারও করোনা চোখ রাঙাচ্ছে । আমেরিকা , চিন,জাপান-সহ একাধিক দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ । এই করোনা সংক্রমণ উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও । এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে কোভিড পরামর্শদাতা কমিটি আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে । রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিলা করার কী ব্যবস্থা রয়েছে,সেই নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকে আলোচনা হবে ।

সূত্রের খবর , স্বাস্থ্য দফতর প্রকাশ করেছে করোনা রিপোর্ট । কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান , ‘করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে।’ এছাড়াও তিনি আরও জানান , ‘এই দেশগুলো থেকে লোক আসা রেস্চট্রিক্ট করা উচিত। আগের বারেও এই দেশগুলো থেকে হয়েছিল। রাজ্য সরকার যেন কথা বলে আমরা বলব। সবার মাস্ক পরা উচিত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব।’মুখ্যমন্ত্রী রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজরদারি নিয়ে মুখ খোলেন । সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন , ‘চায়নাতে কোভিড আবার বাড়ছে । আমাদের স্বাস্থ্য দফতরকে বলবো কোভিড নিয়ে একটু দেখে নিতে। একটা টিম তৈরি করতে হবে। স্বাস্থ্য সচিব এই টিমটাকে লিড করবে। সার্ভেলেন্স রাখতে হবে।’এছাড়াও রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান , ‘ মুখ্যমন্ত্রী হাইলেভেল বৈঠক ডেকেছেন। আমরা সতর্ক নজর রাখছি। জিনোম সিকোয়েন্সিং করা হবে। আমাদের নিজেদের যা ক্যাপাসিটি আছে, তা করছি, পাশাপাশি কল্যাণীতে পাঠানো হবে। এখনও কেস কম আছে।’

উল্লেখ্য ,গোটা বিশ্ব ওমিক্রনের দাপটে কেঁপেছিল । আবারও কোভিড নিয়ে তৈরি হয়েছে যে উদ্বেগ তার পিছনে রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট । চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। ইতিমধ্যেই সেই ভ্য়ারিয়েন্ট পাওয়া গিয়েছে ভারতে । সূত্রের খবর , এদেশে ৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যারা ওই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গুজরাতে এই ভ্যারিয়েন্টে দুই আক্রান্তের খোঁজ মিলেছে । এই করোনা সংক্রমণ জন্য আজই স্বাস্থ্য ভবনে বৈঠক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *