করোনার নতুন প্রজাতি, কেমন আকার নেবে jn.1?

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : ২০২০ সালে দেখা দিয়েছিল করোনা র প্রকোপ। আবারও দেশজুড়ে করোনার আতঙ্ক। দেশজুড়ে দেখা গেলো কোভিড এর হানা। আর কিছুদিন পর’ই বছরে শেষে। নতুন বছরে পা দেওয়ার আগে’ই আক্রান্ত কেরালার মানুষে’রা। দেখা দিল করোনার নতুন উপপ্রজাতি jn.1। আর এই বিষয়ে সচেতন হবার জন্য নেওয়া হচ্ছে আগাম সতর্কবার্তা। এই বিষয়ে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সাথে বসে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য সুরক্ষা ব্যাবস্থার কথা বলা হয়েছে, এর পাশাপাশি বলা হয়েছে RT-PCR টেস্টের ওপর বিশেষ গুরুত্ব দিতে। সূত্রের খবর, জেলাগুলি থেকে হাসপাতালে বেড রাখার ব্যাবস্থা করা হচ্ছে। বেলেঘাটার আইডি’তেও বেড রাখার সিধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আক্রান্তের সংখ্যা ৬২৮ জন। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০৫৪। করোনার নতুন প্রজাতি বাড়লেও আতঙ্ক সৃষ্টি হয়নি এখনও পর্যন্ত। 2020 সালে দেখা দিয়েছিল করোনার প্রথম ওয়েব। এরপর’ই ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল COVID-19। মাঝে কিছুটা ঠিক হলেও আবারও নতুন করে ধরা দেয় jn.1। তবে, প্রত্যেকবারে’র যেই উপসর্গগুলি দেখা দেয় বেশ কিছু’টা তফাৎ থাকে। আগে যেই উপসর্গ গুলি দেখা গিয়েছিল এবারে পুরোপুরি আলাদা। জ্বর, সর্দি, মাথাব্যথা এই সব কমন ব্যাপার। জ্বর হলে প্রায় এইসব হয়। এবারের করোনা উপসর্গ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল জ্বর, সর্দি, গলা ব্যাথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনো পর্যন্ত কোনরকম আতঙ্ক সৃষ্টি করতে পারেনি করোনা’র এই প্রকোপ। ২০২০ তে আঁচড়ে পড়েছিল করোনা প্রথম ওয়েব। তবে, আগামী বছর কি কোনরকম ক্ষতি হবে। নতুন বছরে ঠিক কেমন থাকবে করোনা প্রকোপ। এই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ রা বলেন, কোনরকম ক্ষতি করতে পারবে না করোনা নতুন প্রজাতি jn.1।

বিশেষজ্ঞদের ধারনা অনুযায়ী, নতুন বছরে কোনরকম মারাত্মক আকার ধারন করতে পারবে না করোনার এই নতুন প্রজাতি। তবে, যারা করোনার বুস্টার এখনও পর্যন্ত নেয়নি তাদের সাবধান থাকতে হবে। বয়স্ক ব্যাক্তিদের ভিড় থেকে দূরে থাকতে হবে। বয়স্ক থেকে ছোটো সবাইকে’ই নিজেকে সতর্ক রাখতে হবে। রাস্তায় বেরোলে অবশ্য’ই মাস্ক পড়ুন। আপনাকে COVID-এর হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। ভালো মানের মাস্ক পড়ুন। আপনি যদি N95 ও P2 মাস্ক পরেন তবে সবচেয়ে ভালো। COVID থেকে বাচতে অবশ্য’ই ঘরে গিয়ে হাত-পা, মুখ ধুয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *