সামান্য খরচে এবার হাবড়ায় ছুটবে অ্যাম্বুলেন্স টোটো

Read Time:2 Minute

চলতি মাসের ২ তারিখ করোনা আক্রান্ত হয়েছিলেন হাবরার কামারথুবা বাসিন্দা সুব্রত মিশ্র নামে এক ব্যবসায়ী। তাঁর আক্রান্তের তিন দিনের মাথায় তার স্ত্রীও করোনা আক্রান্ত হন । কিন্তু করোনা হয়েছে বলেছে হাবড়ার কামারথুবা বাড়ি থেকে হাবড়া হাসপাতালে টেস্ট করাতে আসার জন্য কোন যানবাহন পাচ্ছিলেন না । গাড়ি ভাড়া করার চেষ্টা করেছিলেন তবে কেউ রাজী হচ্ছিলনা, তিনি আক্রান্ত বলে। ফলত অনেকটা সমস্যায় পড়েছিলেন । পরে বাধ্য হয়ে নিজেই অসুস্থ অবস্থায় গাড়ি চালিয়ে হাবড়া হাসপাতালে করোনার পরীক্ষা করতে আসেন ।

তখন তিনি বুঝেছিলেন করোনা আক্রান্ত হলে বা করোনা উপসর্গ দেখা গেলে তাদের কি সমস্যা হয় ! তিনি সিদ্ধান্ত নেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চালু হওয়া ৬৫ বেডের করোনা হাসপাতালের জন্য তিনি নিজের একটি অ্যাম্বুলেন্স টোটো তৈরি করে দেবেন । যেখানে যৎসামান্য খরচেই করোনা উপসর্গ বা করোনা আক্রান্তরা চিকিৎসা করাতে আসতে পারবেন।

সেই ভাবনা থেকে একটি টোটো কে মাঝখানে একটি লোহার সিঁট দিয়ে পেছনের অংশ আলাদা করে দুই সিটের বসার জায়গা করে দেয় । সেখানে করোনা আক্রান্ত বা করোনা সাসপেক্ট রোগী থাকবেন সঙ্গে সহযোগী একজন বসতে পারবেন। বাকি অংশে তাদের পরিবারের লোক এবং সামনে চালক থাকবেন । যারা করোনা আক্রান্তের স্পর্শ থেকে দূরে থাকতে পারবেন । শুক্রবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে অভিনব ভাবে তৈরি তার টোটো এম্বুলেন্স উদ্বোধন হল । উদ্বোধন করলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাস, হাবড়া থানার আইসি গৌতম মিত্র । এবার হাবড়া এলাকার করোনা সাসপেক্ট বা আক্রান্তদের হাসপাতাল আসা থেকে বাড়ি যাওয়ার তেমন সমস্যা হবে না বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *