ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচের পদ থেকে সরল আন্দ্রেয়া পিরলো

Read Time:1 Minute

শুক্রবার সরকারি ভাবে জানিয়ে দিলো জুভেন্তাস কোচের পদ থেকে আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের নতুন কোচ হিসেবে মাসিমিলিয়ানো আলেগ্রির আসা প্রায় পাকা।

প্রথম বার দায়িত্ব নিয়ে পিরলো জুভেন্তাসকে প্রথম চারে শেষ করিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করিয়েছেন। দল কোপ্পা ইটালিয়া খেতাবও পেয়েছে তার কোচ থাকাকালীন। তবু তিনি চাকরি বাঁচাতে পারলেন না।তার কারণ সম্ভবত দীর্ঘ ন’বছর পর এবারই ঘরোয়া লিগ হেরেছে জুভেন্তাস। শুক্রবার এক বিবৃতিতে জুভেন্তাস লিখেছে, ‘ধন্যবাদ আন্দ্রেয়া, আমরা সবাই তোমার সঙ্গে একটা বিশেষ অভিজ্ঞতা কাটালাম’। পিরলো ৫২টি ম্যাচে কোচিং করিয়েছেন জুভেন্তাসকে। জিতেছেন ৩৪টি ম্যাচ, হেরেছেন ৮টিতে।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্তাসের কোচ ছিলেন আলেগ্রি। তাঁর অধীনে সোনার সময়ের মধ্যে দিয়ে গেছে ক্লাব। প্রতি মরসুমেই ঘরোয়া লিগ জিতেছে তারা। দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। শোনা গিয়েছিল, আলেগ্রি রিয়াল মাদ্রিদের কোচ হতে চলেছেন। শেষ পর্যন্ত অবশ্য নিজের প্রাক্তন ক্লাবকেই বেছে নিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *