করোনা পরিস্থিতে স্টেশনের ওয়েটিং রুম হয়ে গেলো মেডিক্যাল সেন্টার

Read Time:2 Minute

সেকেন্দরাবাদ রেল স্টেশনের নয়া রূপ দেখে হতচকিত যাত্রীরা।ছিল সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট ওয়েটিং রুম বদলে হচ্ছে মেডিক্যাল সেন্টার।

বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রেল স্টেশনে মেডিক্যাল সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের মেডিক্যাল পরিষেবা দেওয়ার মাধ্যমে আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে স্টেশন কর্তৃপক্ষের। স্টেশনে ওষুধের দোকান থেকে যাত্রীরা ওষুধ কিনতে পারবেন, সঙ্গে থাকবে বিপুল ছাড়। প্রয়োজন পড়লে পাওয়া যাবে চিকিত্‍সকের পরামর্শ। আপাতত রেলের এই বিশেষ পরিষেবা চালু হয়েছে দক্ষিণ-মধ্য রেলের সেকেন্দরাবাদ স্টেশনে।

রেল কর্তৃপক্ষের পরিকল্পনা, পরীক্ষামূলক ভাবে এই কর্মকাণ্ডে সাড়া ফেললে, অন্যান্য রেল জোনের গুরুত্বপূর্ণ স্টেশনে এই পরিষেবা শুরু করে দেওয়া হবে। করোনা আবহে রেল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত রীতিমতো তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। দক্ষিণ-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, গত বুধবার সেকেন্দরাবাদ স্টেশনে এই পরিষেবা অনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।

আইআরএসডিসির সঙ্গে সহযোগিতায় চলছে স্টেশনে মেডিক্যাল পরিষেবা। খোলা হয়েছে জেনেরিক মেডিসিন আউটলেট। প্রায় ৮০ শতাংশ ছাড়ে জেনেরিক ওষুধ কিনতে পারবেন সাধারণ যাত্রীরা। সেন্টারে থাকবেন একজন ডাক্তারও। জরুরি পরিস্থিতিতে ট্রেন যাত্রীরা চাইলে দ্রুত চিকিত্‍সার সুযোগ পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *