ফুটবল কর্তা দীপক শর্মাকে আজীবন সাসপেন্ড করল ফেডারেশন

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: সোমবার এআইএফএফ জরুরী বৈঠকে বসে। সেই সভার ভিত্তিতেই মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে, আজীবন সাসপেন্ড থাকবেন ফুটবল কর্তা দীপক শর্মা। তিনি নিজের সংস্থার সচিবের চেয়ারে থাকতে পারবেন কিনা, সেটিও বিচার্য বিষয়। হিমাচল প্রদেশের ফুটবল সংস্থার সচিব দীপক শর্মার বিরুদ্ধে তারই রাজ্যের দুই মহিলা ফুটবলারকে হুমকি এবং মদ্যপ অবস্থায় যৌন হেনস্থার অভিযোগ ওঠে।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, “মহিলাদের ফুটবলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। গোয়ায় শিবিরে যা হয়েছে, সেটি আমাদের ফুটবলের আসল ছবি নয়। এটি বিক্ষিপ্ত ঘটনা হলেও আমরা এমন ঘটনাকে বরদাস্ত করব না।” প্রসঙ্গত, হিমাচল প্রদেশেই খাদ এফসি নামে একটি ক্লাব চালান দীপক ও তাঁর স্ত্রী নন্দিতা। স্ত্রী আবার ওই মহিলা দলের ম্যানেজারও। ওই দলটি গোয়ায় শিবির করতে গিয়েছিল। অভিযোগ, দীপক শিবির চলাকালীন দুই মহিলা ফুটবলারকে ঘরে ডেকে তাঁদের ধমক দেন। পরে আবার মদ্যপ অবস্থায় তাঁদের ঘরে গিয়ে যৌন হেনস্থা করতে গিয়েছিলেন। অন্য এক মহিলা ফুটবলার বাধা দিলে ওই কর্তা ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু এ ঘটনায় এবার ফেডারেশন কঠোর পদক্ষেপ নিল।

এই ঘটনার প্রেক্ষিতে গোয়া পুলিশে ওভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে। অভিযুক্ত ফুটবল কর্তা দীপক শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত রিপোর্ট ফেডারেশনে জমা দেয় পুলিশ। এই পুলিশ রিপোর্ট সামনে আসার পরই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল কর্তা দীপক শর্মাকে আজীবন সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *