কুনো জাতীয় উদ্যানে উদ্ধার গুপ্তধন

24HrsTv, ওয়েব ডেস্কঃ কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা ৮টি চিতা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই অরণ্যেই মিলল গুপ্তধনের সন্ধান! প্রাচীন মুদ্রা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুদ্রাগুলি রুপো ও ব্রোঞ্জের। বিশেষ কারণে বুধবার খননকাজের সময় ওই উদ্যান থেকে একটি ঘড়ার মতো পুরনো পাত্র উদ্ধার হয়। এও জানা গিয়েছে মুদ্রাগুলি কমপক্ষে দু’শো বছরের পুরনো। সূত্রের মারফত জানা গিয়েছে, বুধবার জঙ্গল খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। তখনই শ্রমিকরা গুপ্তধন পান। কয়েক ফুট মাটি খোঁড়ার পরে পুরনো আমলের একটি পাত্র মেলে। সূত্রের খবর, এই ঘটনার পর বৃহস্পতিবার থেকে আর কাজে আসেননি শ্রমিকরা। কয়েকজন শ্রমিক পরে সোশ্যাল মিডিয়ায় মুদ্রার ছবি পোস্ট করেন, তা থেকেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।
একদিকে রয়েছে জাতীয় উদ্যানের পালপুর কেল্লা। মাটি খুঁড়ে মিলেছে প্রাচীন মুদ্রা, এমনটাই জানা গিয়েছে। কার্যত গত সেপ্টেম্বরে কুনো জাতীয় উদ্যানের ৮টি চিতা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালপুর রাজবংশের এক সদস্য আর কে শ্রীগোপাল দেও সিংয়ের অভিযোগ, নিজেদের সম্পত্তির ওপর যাতে আমরা কোনও দাবি না করতে পারি, তা নিশ্চিত করতে ষড়যন্ত্র করছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে যাওয়া নিয়ে বন দফতরের কর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন শ্রীগোপাল। প্রসঙ্গত ১৯৮১ সালে কুনোর জঙ্গলকে জাতীয় উদ্যান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তখনই রাজ পরিবারের কেল্লার কাছের এলাকা এবং নিকটস্থ ২৪টি গ্রাম খালি করে দেওয়া হয়। এই অঞ্চলগুলি ছিল দেও সিং পরিবারের ‘জাগির’-ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *