তৃনমূল দুর্নীতি করেছে বক্তব্য ‘ফিরহাদ’

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : এবারে মুখ খুললেন পশ্চিমবঙ্গের নগরায়নের ভারপ্রাপ্ত মন্ত্রী ও পৌর বিধায়ক দপ্তর-এর ফিরহাদ হাকিম। তৃণমূল দুর্নীতি করেছে মানলেন ফিরহাদ হাকিম। তবে, তৃণমূলের অনেকে’ই দুর্নীতি করলেও সবাই খারাপ নয়। রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি বেশ কয়েক বছর ধরে চলছে দুর্নীতি। পার্থ থেকে শুরু করে বালু অনেকে’ই দুর্নীতির অভিযোগে যুক্ত রয়েছেন। তবে, তিনি আরো বললেন, টাকা নিয়ে যদি চাকরি দিতে হয় তবে এর থেকে ভালো মায়ের মাংস কেটে খাওয়া। টাকা নিয়ে চাকরি দেওয়া অত্যন্ত বাজে কাজ মন্তব্য ফিরহাদ হাকিম-এর। চাকরি নিয়োগ চান তিনি। তবে, টাকা নিয়ে চাকরি’র দুর্নীতি বাজে জিনিস মন্তব্য নগরায়নের মন্ত্রীর।

দেগঙ্গা দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী নবীন-প্রবীণ নিয়ে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিনিয়র যারা আছে তাদের সন্মান দিতে হবে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে। নতুন পুরনো সবাই কে মিলে থাকতে হবে। পুরনো কেও দরকার নতুন কেও দরকার। এই বিষয়ে তৃণমূলের রাজ্যে সাধারণ সম্পাদক ও মুখুপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা দি বলেছেন নতুন পুরনো সবাইকে মর্যাদা দিতে। সিনিয়র দেরও প্রয়োজন। তাই বলে ৫ থেকে ৬ জন সিনিয়র নয়। যারা কঠিন পরিস্থিতি’তে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন। আরও বলেন, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে, ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর শ্বপথ গ্রহণ করবেন অভিষেক বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *