‘সম্মান করে না তৃণমূলই বিচারপতিদের’, মমতাকে পালটা খোঁচা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় আইনমন্ত্রীর চোখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিরণ রিজিজুর খোঁচা, বিচারবিভাগের প্রতি তৃণমূলের শ্রদ্ধা নেই। আইনের শাসনের বদলে বাংলায় তৃণমূলের আইনের শাসন চলছে এমনটাই একাংশের মত। গত রবিবারই দেশের প্রধান বিচারপতির সামনে নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ জানিয়ে মমতা বলেন, “দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে একমাত্র রক্ষা করতে পারে বিচারব্যবস্থা।”
গত রবিবার রাতেই কিরণ রিজিজু টুইট করেন। সেখানে লিখেছিলেন, বাংলা সম্পর্কে মমতা দিদি ঠিকই বলছেন। কারণ বিচারব্যবস্থার প্রতি তৃণমূল দলটির শ্রদ্ধা খুবই সামান্য। বিচারপতিদের সম্মান করে না। কেন্দ্রীয় আইনমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় আইনের শাসনকে সরিয়ে জায়গা করে নিয়েছে তৃণমূলশাসন। গণতন্ত্র রক্তাক্ত। বাংলায় গণতন্ত্র কাঁদছে।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
উল্লেখ্য, ১৪তম সমাবর্তনে রবিবার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জিউরিডিক্যাল সায়েন্সেস-এ যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ বহু বিশিষ্ট জন। মুখ্যমন্ত্রী অভিযোগে বলেন একদল মানুষ গণতান্ত্রিক কাঠামোকে ক্রমাগত কুক্ষিগত করার চেষ্টা করছে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ হচ্ছে। দেশ ক্রমশ রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। মানুষ বন্ধ দরজার পিছনে কাঁদছে।
যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, বিচারব্যবস্থাই দেশ, গণতন্ত্রকে বাঁচাতে পারে বলেই তাঁর বিশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *