পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই মন্ত্রী, যুক্ত পাহাড়ের দুই নেতা : শুভেন্দু


24Hrs Tv ওয়েব ডেস্ক : সৌরভ দত্ত :এবারে পাহাড়েও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার দিল্লি যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত। বিরোধী দলনেতার অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক এই নিয়োগ দুর্নীতিতে জড়িত।
এছাড়াও পাহাড়ের দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামাংও যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী পনেরো দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে। ওই চিঠিতে পাহাড়ের স্কুল শিক্ষক ও পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে। সেই চিঠিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।


এব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। স্কুল শিক্ষা দফতর এব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসি এফআইআর না নেওয়ায় তাঁকে তলব করে হাইকোর্ট। এছাড়াও প্রায় ৭০০ জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতটা রয়েছে, তা জিটিএকে হলফনামা দিয়ে জানাতে হবে। কোন যোগ্যতায়, কীভাবে নিয়োগ করা হয়েছে, তার নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি দিয়েছেন।
নিজেকে এক সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। সেই চিঠিতে পাহাড়ে দুইদফায় প্রায় ৭০০ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ওই চিঠিতে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূলের এক যুব নেতা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের নাম আছে বলে জানা গিয়েছে।
যদিও শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব দাবি করেছেন, নির্বাচনে মুখে বলেই এইসব অভিযোগ তোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *