ভোট দিতে লাগছেনা ভোটার আইডি! জেনে নিন আনতে পারেন অন্য কোন বিকল্প

আইডি প্রমাণ ভোট দেওয়ার জন্য বাধ্যতামূলক নয়, জেনে নিন ২০২৪ লোকসভা নির্বাচনে আনতে পারেন অন্য কোন বিকল্প……

24hrstv desk: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা, সর্বত্র শুধু তারই রেশ। আর এই উপলক্ষেই নতুন ঘোষণা নির্বাচন কমিশনের। এবারের লোকসভা নির্বাচনে ভোটার কার্ড ছারাও আপনি আনতে পারেন আরও ১২ ধরনের পরিচয় পত্র। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য ভোটার আইডি পরিচয়পত্র ছাড়া আরও 12 ধরণের পরিচয় প্রমাণ বৈধ বলে গ্রহণ করেছে । মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে যেকোনো একটি প্রমাণ দেখানোর পর দেওয়া যাবে ভোট। লোকসভা নির্বাচন 2024: ভোটার সচেতনতা ড্রাইভের জন্য নির্বাচন কমিশন IPL-এর সাথে জোট বেঁধেছে।

নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা ভোটকেন্দ্রে তাদের পরিচয় যাচাইয়ের জন্য ছবিসহ ভোটার আইডি কার্ডই জমা দেবেন। কিন্তু যে সকল ভোটাররা ভোটের আগে একটি ছবি সহ ভোটার আইডি তৈরি করতে পারবেন না তাদের মুলত তাদের জন্যই থাকছে বিকল্প আইডি গ্রহনের ছাড়।
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্রীয় বা রাজ্য সরকার এবং পাবলিক সেক্টরের উদ্যোগ, পাবলিক লিমিটেড কোম্পানিগুলি তাদের কর্মচারীদের দ্বারা বিতরণ করা ফটো আইডি কার্ড, ব্যাঙ্ক দ্বারা ছবি সহ বিতরণ করা পাসবুক অন্তর্ভুক্ত করতে পারে। এছারাও ডাক বিভাগ, প্যান কার্ড, স্মার্ট কার্ড, এমজিএনআরইজি-এর অধীনে
জারি করা কর্মসংস্থানের পরিচয়পত্র, শ্রম মন্ত্রক দ্বারা বিতরণ করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড থাকলেও দিতে পারবেন ভোট। তবে এনআরআইদের শনাক্ত করার জন্য তাদের আসল পাসপোর্টের থাকা বাধ্যতামুলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *