বিজেপি-সিপিএম চাকরি খেকো! কটাক্ষ মমতার

24hrstv desk: আজ মেদিনীপুরের পিংলায় আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই এবার বিজেপির পাশাপাশি চাকরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীর বিধলেন সিপিএমের দিকে। বিজেপির পাশাপাশি এবার হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করলেন সিপিআইএম-কেও। বললেন, আপনারা চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি? চাকরি খেকো সিপিআইএম?’

একদিকে যখন প্রথম দিন থেকেই রাজ্যের বর্তমান সরকার অর্থাৎ তৃণমূলকে চাকরি চুরির অপবাদ দিচ্ছে বিজেপি ঠিক তখনই পাল্টা বিজেপিকেও চোর বলতে শোনা যায় তৃণমূলের একাধিক শীর্ষ নেতাদের তরফ থেকে। তবে এই চাকরি চুরির ঘটনাও কিন্তু একবারও নাম আসেনি বিজেপি বাদে রাজ্যে অন্য কোন দলের দিকে আঙুল তুলতে তৃণমূলকে। কিন্তু এবার সরাসরি তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় দায়ী করলেন সিপিএমকেও। একসময় এই বাংলায় ৩৪ বছর রাজত্ব করেছিল সিপিআইএম আর বর্তমানে বিগত কয়েক নির্বাচনের ভিত্তিতে ভোটের হার ছিল অনেকটাই কম। যদিও বা এবারের নির্বাচনে মানুষের সারা মিলছে এমনটাই জানিয়েছেন তারা তবে আপাতত রাজ্যের সভায় কোনও ক্ষমতায় নেই সিপিআইএম। কিন্তু সেই সিপিআইএমকেই শিক্ষকদের চাকরি হারানোর জন্য দায়ী করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকেই অবশ্য বিজেপির বিরুদ্ধে আরও একটি বিস্ফোরক মন্তব্য আনতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। বলেন,’বিজেপি বিখ্যাত চোর, সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা, যেভাবে ভারতবর্ষের ইলেকশান চলছে’।

প্রসঙ্গত প্রথম দফার নির্বাচনের দিনেই দেখা যায় একাধিক কেন্দ্রে গন্ডগোল হতে। একাধিক কেন্দ্রে অভিযোগ ওঠে পরিবেশ উত্তপ্ত হচ্ছে বিজেপি- তৃণমূল সংঘর্ষে। কয়েকটি জায়গায় দেখা যায় বোমাবাজির মতো ঘটনা। বেশ কয়েকটি জায়গায় ভোট দাতারা অভিযোগ করেন ভোট দিতে দিচ্ছে না অপরপক্ষ, কোথাও অভিযোগ আসে তৃণমূলের উপর তা কোথাও আসে বিজেপি উপর। এবার সেই সমস্ত ঘটনাটি বিজেপির হাত রয়েছে এ কথা স্পষ্ট ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মমতা। এদিন তিনি আরো বলেন ‘কোনও দুর্নীতি নেই এটা বিজেপির প্ল্যান’। এদিন তিনি তার দলের প্রাক্তন সদস্য তথা বিজেপির বর্তমান নেতা শুভেন্দু অধিকারী কেও কটাক্ষ করতে ছাড়েননি। বলেন, ‘তৃণমূল করলে এনআইএ বিজেপি করলেই ওয়াসিং মেশিন……. বিজেপি এবার ক্ষমতায় আসবে না নিশ্চিন্তে থাকুন’ শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনি নিজেই ক্ষমতায় থাকবেন না!’। পাশাপাশি দিন জল স্বপ্ন প্রকল্প নিয়েও কথা বলেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান জল স্বপ্ন প্রকল্পের অর্ধেক টাকা রাজ্য সরকার দেয়। বিজেপি শুধু সেগুলো দেখিয়ে পাবলিসিটি বাড়ায় এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *