প্রতিবাদ আন্দলনে বহাল চাকরিপ্রার্থীরা, নিশ্চিত যাবেন সুপ্রিম কোর্টেও

24hrstv desk: হাইকোর্টের রায়ের পরেও উঠছে না চাকরি প্রার্থীদের ধর্না। ন্যায়ের দাবিতে প্রতিবাদ আন্দোলনে বহাল থাকবেন যোগ্য চাকরি প্রার্থীরা। গতকাল এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্সের স্পষ্ট জানিয়ে দেন হাইকোর্টের রায়ের খুশি নন তিনি, সুতরাং এই মামলার জন্য পুনরায় এসএসসির তরফ থেকে সুপ্রিমকোর্টে পুনরায় আর্জি জানানো হবে। আর এরই পাশাপাশি চাকরিপ্রার্থীদের তরফ থেকেও জানা গিয়েছে খুব শীঘ্রই সর্বোচ্চ আদালতে যেতে চলেছেন তারাও। প্রাথমিকভাবে খবর চাকরিপ্রার্থীরাও চিন্তাভাবনা করছেন আপাতত তবে প্রয়োজন পড়লে নিশ্চিত ভাবে সকলের মতে যাবেন সুপ্রিম কোর্টেও। সে ক্ষেত্রে কলকাতা হাই কোর্টের সোমবারের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। ইতিমধ্যেই উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকারও।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলার পর গতকাল তার রায় পেশ করা হয়, যেখানে বলা হয় শিক্ষক নিয়োগে ২০১৬ এর সমস্ত প্যানেলটাই বাতিল করতে হবে। মূলত এই কথাটির উপর ভিত্তি করেই অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা। এ যেন আনন্দ ও কষ্টের মাঝে এক অদ্ভুত পরিস্থিতি। এতদিন যে রায়ের জন্য লড়াই করেছিলেন তারা, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় বসে ছিলেন লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা, নিজেদের হকের লড়াইয়ে যারা এতদিন ছিলেন তাদেরই একাংশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গোটা প্যানেল বাতিল হওয়ার পরে আদেও কত দিনের মধ্যে হাইকোর্টের রায় অনুযায়ী পর্যনাবেক্ষন করে নতুন নিয়োগ হবে সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না তারা। তাই আপাতত এসএসসি পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা রাখতে হচ্ছে তাদেরকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *