বৃষ্টি নয়, তাপে আরও বাড়বে দহন জ্বালা

24hrstv desk: বৃষ্টিতে ভেজা শীতল হাওয়ায় উত্তরবঙ্গে যখন মনোরম পরিবেশ তখনো বঙ্গে কমছে না রৌদের দাপট। আপাতত গরম কমার কোন সম্ভাবনা নেই, উল্টে বাড়বে তাপপ্রবাহ। গরম কমছে না এখনই বরং পাঁচ জেলায় বিশেষ সতর্কতা জারি করলো হওয়া অফিস। লাল সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, সঙ্গে হলুদ সতর্কতাও থাকছে বেশ কিছু জেলাতে। কিছুদিনের মধ্যে বেশ কতকগুলি জায়গায় বৃষ্টির কোনও সম্ভবনা থাকছেনা উল্টে আরও বাড়বে তাপমাত্রা এমনটাই স্পষ্ট জানিয়ে দিলো হওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের দুই জেলা— উত্তর দিনাজপুর এবং মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পেতে বৃষ্টি হবে কবে সে নিয়ে অনেকেরই মনে প্রশ্ন ছিল তবে এবার সেবিষয়ে স্পষ্ট জানিয়ে দিলো হওয়া অফিস, বৃষ্টি নিয়ে আজও কোনও সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। আগের পূর্বাভাস মিলিয়ে বুধবারও রাজ্যের বড় অংশ জুড়ে তাপপ্রবাহ দেখা গিয়েছে। তাপপ্রবাহ হয়েছে রাজ্যের ১৫টি জায়গায়। আর ২০টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। সেই তালিকায় কলকাতাও রয়েছে। বুধবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহও হয়েছে মহানগরীতে। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। আগামীকাল দ্বিতীয় দফার ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই মনে করছেন অতিরিক্ত গরমের প্রভাব পড়তে পারে ভোটবক্সেও। অনেকেই বলছেন গরমে ভোট দিতে যাওয়ার ভোট বাতিল হতে পারে অনেক ভোট। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। এমনকি তাপপ্রবাহের সতর্কতা জারির পর সেখানে ভোটদানের হার কম হবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছে প্রশাসনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *