‘শাহজাহানকে নিরাপত্তা কেন দিচ্ছেন?’ হাসপাতালেই ক্ষোভের মুখে সন্দেশখালির ‘বাঘ’

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীনই শেখ শাহজাহানকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান। দুর্বৃত্তকে কেন নিরাপত্তা, জোকা ইএসআই হাসপাতালে এই প্রশ্নই তুলল আমজনতা। সন্দেশখালির পরিস্থিতির কথা তুলে ধরে রাগে ফুঁসে ওঠেন হাসপাতালে আসা রোগীর পরিবারের সদস্যরা। এদিকে বিক্ষোভের মুখ থেকে শাহজাহানকে রক্ষা করার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এক ব্যক্তি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে উদ্দেশ্য করে বলেন,”ওকে নিরাপত্তা কেন দিচ্ছেন? ও সন্দেশখালির ত্রাস। ওকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালির মানুষদের পাশে যান। যাতে ওরা ভোটটা দিতে পারেন।” এখানেই শেষ নয়, শাহজাহানকে গুলি করে খুনের দাবিও করেন একজন।

উল্লেখ্য,সন্দেশখালির মহিলাদের লাগাতার আন্দোলনের চাপে পড়ে ৫৫ দিনের লুকোচুরির পর সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শারীরিক পরীক্ষা শেষে বেরনোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ওঠে চোর স্লোগান। সব মিলিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। কোনওক্রমে শাহজাহানকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডির আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *