‘রাজ্যে এসে বড় বড় কথা বলে’, সন্দেশখালি ইস্যুতে মোদিকে পাল্টা মমতার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় এসে সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ বলেছিলেন, অভিযুক্তরা শাস্তি পাবেই। সারাজীবন তাদের জেলে থাকতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন নরেন্দ্র মোদি। ২৪ ঘন্টাও কাটল না। মোদিকে এই ইস্যুতে মুখের ওপর জবাব দিলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে এসে বড় বড় কথা বলে ৷”

সন্দেশখালি প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার ফের তৃণমূলের বিরুদ্ধে অল-আউট আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ কোচবিহারের সভা থেকে শুক্রবার তারই জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার নির্বাচনী জনসভা থেকেই সন্দেশখালি ইস্যুতে সরাসরি মুখ খুললেন মমতা ৷ শাহজাহানের নামও উঠে এসেছে এদিন মুখ্যমন্ত্রীর কথায় ৷ সাফ বলেন, “সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয় ৷ সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে ৷ সকলকে গ্রেফতার করা হয়েছে ৷ হাথরাসে মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ৷ নরেন্দ্র মোদি কতবার গিয়েছ, কী বিচার করেছে ? গুজরাতে দাঙ্গা করে কত জনকে মেরেছ ? রাজ্যে এসে বড় বড় কথা বলে৷”

প্রসঙ্গত, এর আগে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শেখা শাহজাহানের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘টার্গেট’ করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যু রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় বিষয় হয়ে উঠেছে।প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান-সহ তার সাগরেদরাও ৷ এখন শাহজাহান এবং তাঁর শাগরেদরা কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে। হেফাজতে জিঞ্জাসাবাদের মধ্যে শাহাজাহানের কালো টাকা সাদা করার ব্লুপ্রিন্ট এবং বাস্তবায়ন সামনে এসেছে। সঙ্গে তদন্তে উঠে এসেছে মানব পাচার থেকে মাদক পাচারের লিড তথ্য। ইতিমধ্যে সন্দেশক্লহালির ‘বাঘে’র দুটো অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। আরও কতকগুলো অ্যাকাউন্ট গোয়েন্দাদের নজরে রয়েছে। এই পরিস্থিতিতে গতকাল নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় এসে সেই সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানন্ত্রীর সেই বক্তব্যেরই এদিন পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *