নাম না করে নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবি তুললেন মমতা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় এসে সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ বলেছিলেন, অভিযুক্তরা শাস্তি পাবেই। সারাজীবন তাদের জেলে থাকতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন নরেন্দ্র মোদি। ২৪ ঘন্টাও কাটল না। সন্দেশখালি ইস্যুতে মোদিকে জবাব দিতে গিয়ে পাল্টা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে সোচ্চার হতে দেখা গেল মমতাকে।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে, সন্দেশখালির ‘ডন’ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ঘটনা টেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন, “আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করতে পারি ৷ তোমরা একজন গুন্ডাকে কী করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছ ? আমাদের কাছে যে আপদ বিজেপির কাছে সে সম্পদ ৷ বিজেপির গ্যারান্টি শূন্য ৷ বাংলায় কিছু ঘটে থাকলে আমরা ব্যবস্থা নিয়েছি ৷” এভাবেই ঘুরিয়ে নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবি তুলে এদিন মমতা লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের তাঁতিয়ে দিলেন অমিত শাহের ডেপুটির বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে গিতালদহ গ্রামে পঞ্চায়েত সদস্য আবু মিঞার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সময় অভিযোগ উঠেছিল নিশীথ প্রামাণিক ও তাঁর শিবিরের দিকে। অভিযোগ ওঠে, গুলি, ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় আবুর ওপরে। তাঁর স্ত্রী বাঁচাতে এলে তাঁর ওপরেও হামলা করার (মারধর)-এর অভিযোগ ওঠে। এমনও হয়, আবুর ছেলে আসাদুল বাবাকে বাঁচাতে গেলে তাঁর পায়েও লেগেছিল গুলি, অভিযোগ এমনটাই। এই ঘটনায় তপ্ত হয়ে উঠেছিল সংশ্লিষ্ট এলাকা। এদিকে গত পঞ্চায়েত নির্বাচনে আসাদুলকে টিকিটও দেয় তৃণমূল। তিনি জয়ী হয়েছেন।

পরবর্তী সময়ে গুলি কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেছে নিশীথের। এই মামলায় আদালতের নির্দেশ পুলিশকে সবরকম সহযোগিতা করতে হবে নিশীথ প্রামাণিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *