কেন ১৯ তারিখই নির্বাচনের প্রথম দফার তারিখ নির্ধারিত হল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: শুক্রবার আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যে নির্বাচনের আগে হিংসা না ছড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় হিংসা যারা ছড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কেন ১৯ তারিখই নির্বাচনের প্রথম দফার তারিখ নির্ধারিত হল? অন্নপূর্ণা পুজো, রাম নবমী মেটার একদিন পরেই কেন ভোট? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার।

আলিপুরদুয়ার কেন্দ্রে শুক্রবার নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে বলতে শোনা যায়, আমি সবার জন্য ছিলাম, আছি, থাকবো। এরপরেই সভায় উপস্থিত কর্মী, সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনও ধর্মীয় হিংসা ছড়াতে দেবেন না।’আগামী ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফা কেন রাখা হয়েছে, সেই নিয়ে মন্তব্য করতে শোনা যায় তৃণমূল সুপ্রিমোকে। মমতা বলেন, ‘অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। আমরা সবাই করি। অন্নপূর্ণা মা তো কাউকে ধর্মীয় হিংসা ছড়াতে বলেনি। ১৬ তারিখ অষ্টমী আছে। ১৭ তারিখে রাম নবমী আছে। নির্বাচনের আগে ধর্মীয় হিংসা বাধানোর খেলা। আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু ধর্মীয় হিংসা করবেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিংসা যারা করবে, তাদের বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা হয়, আমরা নেবই নেব। ওদের আমরা ছাড়ব না।” এরপরেই মমতা জানান, বিজেপি নেতারা বলে গিয়েছেন, বেছে বেছে আমরা গ্রেফতার করব। মমতা বলেন, “আমরাও বিজেপি নেতাদের বেছে বেছে গ্রেফতার করতে পারি। কিন্তু, নোংরা রাজনীতি আমরা করি না। সবথেকে বড় ভয়ানক, ভাঁওতাবাজ, দুর্নীতিবাজ দল হল এই বিজেপি।”

কোনওভাবেই যাতে নির্বাচনের মুখে বা নির্বাচন চলাকালীন হিংসা না ছড়ায় সে ব্যাপারে কঠোর রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার আগেই রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে, নির্বাচনের মুখে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে অশান্তি না ছড়ায় সে ব্যাপারে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *