একাধিক অ্যাডমিট কার্ড ও মার্কশিটসমেত গ্রেফতার মহিলা

24HrsTv, ওয়েব ডেস্কঃ সন্দেহের পারদ প্রবল নিয়োগ দুর্নীতিতে। উত্তর ২৪ পরগনার মামুদপুর কুলিয়াগড়ের বাসিন্দা এক মহিলাকে গ্রেপ্তার করল শিবদাসপুর থানার পুলিশ। ওই মহিলার বাড়ি থেকে প্রচুর অ্যাডমিট কার্ড ও মার্কশিট বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি।
ধৃত রুমা মজুমদার, মামুদপুরের ৮ নম্বর বুথের বাসিন্দা। তিনি মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান হারান ঘোষের প্রতিবেশী। গত শুক্রবার শিবদাসপুর থানার পুলিশ আচমকাই তার বাড়িতে হানা দেয় এমনটাই জানা গিয়েছে। গ্রেফতারও করা হয় তাকে।
বিজেপির বক্তব্য, তার বাড়ি থেকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত মহিলা নিয়োগ দুর্নীতিতে যুক্ত এমনই দাবি পুলিশের। সেইমতো কলকাতা হাই কোর্টের নির্দেশে বর্তমানে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা সত্ত্বেও কেন রুমাকে পুলিশ গ্রেপ্তার করল, প্রশ্নের ঝড় তুলেছে গেরুয়া শিবির। ঘটনায় তদন্তের দাবি সিবিআইকে জানিয়েছে তারা।
এই নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। গত জুলাই মাসের শেষ সপ্তাহে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও গয়না-সহ বিদেশি মুদ্রাও উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে যুক্ত সন্দেহে মহিলার গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া যদিও পাওয়া বলেই খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় নানা প্রশ্নের ভিড়। কি প্রকৃত সত্য তা আড়াল করার চেষ্টা চলছে নাকি ওই মহিলাকে গ্রেফতারির নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, প্রশ্নে সরব বিজেপিমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *