সংগ্রামী ভাতায় ৫০০০ পাবেন আপনিও! জেনে নিন সম্পূর্ণ তথ্য

24 hrs tv desk: ২০২৬ সালের লোকসভা নির্বাচনের জন্য এবার বড় ঘোষণা বিজেপি নেতা শুভেন্দু অধিকারির। বললেন, ক্ষমতায় এলেই দেওয়া হবে সংগ্রামী ভাতা, দেওয়া হবে ৫০০০ করে। কিন্তু জানেন কি কারা পাবে এই ভাতা? এর উত্তর সভা থেকে সরাসরি দিয়েছেন শুভেন্দু নিজেই।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা এখন অতীত! এবারে বাজারে আসছে নতুন ভাতা, আসছে সংগ্রামী ভাতা। বিজেপির ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নাকি চালু হবে সংগ্রামী ভাতা এমনটাই বললে বিজেপি নেতার শুভেন্দু অধিকারী। বিজেপির বুথ কর্মীদের নিয়ে আয়োজিত এক সভা থেকে নিজেও উদ্যোগে ভাতার কথা ঘোষণা করেন তিনি। এতদিন বিজেপিতে থাকা যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে অর্থাৎ শুভেন্দু ভাষায় যারা দলের হয়ে লড়াই করেছেন তারাই পাবেন এই ভাতা। এবার মুখ খুললেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। বুধবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এনিয়ে বলেন, ঠিক আছে,’যারা সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আপনারা জানেন ইমার্জেন্সি পিরিয়ডে জেলে গিয়েছিল। মিসা কেসে জেলে গিয়েছিল। তাদেরকে পরবর্তী কালে কেন্দ্রীয় সরকার ভাতা দিয়েছিল।তাই শুভেন্দুদা যখন বলেছেন। ভেবেই বলেছেন।’ যদিও বা আদর্শ আচরন বিধি থাকাকালীন এরূপ ভাতা দেওয়ার ঘোষণা কে ঘিরে শুভেন্দু কে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

এদিন বর্ধমান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জমতালা এলাকায় একটি মাঠে মর্নিং ওয়ার্ক করতে বের হন দিলীপ ঘোষ। মাঠে হাঁচার পাশাপাশ ফুটবলও খেলেন, গোলও করেন। তৃণমূলকে বিঁধে এদিন দিলীপ ঘোষ বলেন,
যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্য বলছি। আমরা তো সকাল থেকে পাবলিকের সঙ্গে আছি। যাদের পাবলিকের সামনে যাওয়ার মত মুখ নাই। লোকের প্রশ্নের উত্তর নেই। তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। বুথস্তরের কর্মীদের নিয়ে আয়োজিত সভায় শুভেন্দু অধিকারীর এরূপ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির অনেকে। সংগ্রামী ভাতার আওতায় যে টাকা সাম্মানিক দেওয়া হবে সেটাও জানিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘‌যতজনকে জেল খাটিয়েছে, বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, তাঁদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যতজনকে জেল খাটিয়েছে, প্রত্যেককে ৫ হাজার টাকা করে ভাতা দেব।’ পুলিশের উদ্দেশেও কড়া বার্তা দিয়ে তাঁর বক্তব্য, ‘যে তদন্তকারী অফিসাররা মিথ্য়া রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন, তাঁদের নাম লেখা থাকল। নন্দীগ্রামের আইসি খুব বেড়েছেন। বেশি বাড়বেন না। এটা হুঁশিয়ারি নয়, সতর্কবার্তা। যারা মিথ্যা রিপোর্ট দিয়ে আমাদের কর্মীদের জেল খাটিয়েছে তাদের নাম লেখা আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *