১৪ টি বেআইনি নির্মাণ! ভেঙে ফেলার নির্দেশ বিচারপতি সিনহার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: একটা নয়, দুটো নয়, তিনতে নয়, মঙ্গলবার এক দিনে একসঙ্গে ১৪ টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

নারকেলডাঙ্গা থানা এলাকাতে তিন নম্বর বরোর ২৯ নম্বর ওয়ার্ডে পর পর ১৪ টি বেআইনি নির্মাণের হদিশ পায় কলকাতা পুরসভা। এর আগে ওই এলাকায় দেদার বেআইনি নির্মাণ হচ্ছে, এই অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার প্রেক্ষিতে পুরসভার আধিকারিকদের জায়গা পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহা নির্দেশ দেন, অবিলম্বে ডিজি বিল্ডিংকে এ ব্যাপারে পদক্ষেপ করতে হবে। আগামী সাত সপ্তাহের মধ্যে ওই ১৪ টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি।

মঙ্গলবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে পুরসভার তিন ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়ে জানিয়েছেন, ২৯ নম্বর ওয়ার্ডের ৪৪/১ ক্যানাল ইস্ট রোডে এমন মোট ১৪ টি নির্মাণ রয়েছে যেগুলির কোনও অনুমোদন নেই। বিষয়টি শোনার পরই বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, “এতদিন ধরে, কলকাতা পুরসভা কী করছিল?” পুরসভার আইনজীবী জানান, ইতিমধ্যেই ওই বেআইনি নির্মাণগুলিকে পুর আইনের ৪০১ নম্বর ধারায় নোটিস দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে পুরসভার নজর এড়িয়ে পর পর চোদ্দটি বেআইনি নির্মাণ গড়ে উঠল তা নিয়ে প্রশ্ন তুলেছে উচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *