
অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে পলাতক আসামী, চাঞ্চল্য হাসপাতাল চত্বর
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ রাতের আঁধারে অসুস্থ অবস্থাতেই হাসপাতাল থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি। এই ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ প্রশাসন উদ্বিগ্ন পুরো বিষয়টি নিয়ে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খুলতে চায়নি আসানসোল জেলা পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকেন পক্সে আক্রান্ত হয়েছিল মন্দিল ভিল্লোর নামে ওই আসামী। এই কারণে আসানসোল জেলা হাসপাতালের সেলে রাখা হয়েছিল। গত সোমবার রাতে সেই সেলের জানলা ভেঙে পালায় মন্দিল। সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় পুলিশে, ঘটনাস্থলে ছুটে যান পুলিশের বড় কর্তারা। পৌঁছন ডিসি আনন্দ রায়, এসিপি দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডু-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, আসামী মন্দিল ভিল্লোরের বাড়ি আসানসোলের সালানপুরে। পুরুলিয়া ও সালানপুরে একাধিক চুরির মামলায় অভিযুক্ত তিনি। সেই সূত্রেই জেলবন্দি ছিল। চিকেন পক্স হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালের বিশেষ সেলে রেখে চিকিৎসা চলছিল। কিন্তু সেখান থেকেই পালিয়ে যায় মন্দিল। জানলা ভেঙে অসুস্থ অবস্থাতেও সে কীভাবে পালাল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। দ্রুত তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে সকাল পর্যন্ত মন্দিলের নাগাল পায়নি পুলিশ। বন্দিদের ওপর নজরদারি নিয়ে আসানসোল পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে।