টেট পরীক্ষার পর এবার সেট পরীক্ষার প্রস্তুতি শুরু!

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এবার টেট পরীক্ষার পর সেট পরীক্ষার প্রস্তুতি শুরু হল। রাজ্যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে চলছে চর্চা , রাজ্য সেই কারণে সেট পরীক্ষাতেও কোনও গলদ রাখতে চায় না । সেট পরীক্ষার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে । উল্লেখ্য , কিছুদিন আগে ডিএলএড পরীক্ষায় পরপর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এর দরুন প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্নে মুখে পড়তে হয় । এরপর কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল টেট পরীক্ষায় । ফলে পরীক্ষা সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে। এখন সামনে স্টেট এলিজিবিটি টেস্ট বা সেট পরীক্ষা ।

পরীক্ষা সুষ্ঠভাবে করতে সেট পরীক্ষার সেন্টার ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন । জেলায় জেলায় কো অর্ডিনেশন কমিটি তৈরি হচ্ছে । সেই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও উপাচার্যরা । ইতিমধ্যেই সেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে । টেট পরীক্ষায় রাখা হয়েছিল মেটাল ডিটেক্টর, বায়োমেট্রিক। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই জন্য সবরকম সতর্কতা নেওয়া হয়েছিল। সেই ব্যবস্থা সেট পরীক্ষাতেও নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। অ্যাডমিট কার্ড কোনও ভুল থাকলে কমিশনের অফিসে গিয়ে তা ঠিক করানোর কথা বলা হয়েছে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য ও রিসার্চ ফেলোশিপের জন্য এই সেট পরীক্ষা নেওয়া হয় । আগামী বছরের ৮ জানুয়ারী হবে সেই সেট ।এই পরীক্ষায় মূলত দুটি পেপার থাকে । প্রথম পেপারের জন্য ১ ঘণ্টা ও দ্বিতীয় পেপারের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয় । প্রথম পেপারে ছোট প্রশ্ন থাকে ৫০ টি এবং দ্বিতীয় পেপারে প্রশ্ন থাকে ১০০ টি । প্রতি প্রশ্ন পিছু ২ নম্বর করে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *