টাকায় ছাপা হোক ছত্রপতি শিবাজির ছবি! দাবি মহারাষ্ট্রের বিজেপি নেতার

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ নতুন করে টাকায় যদি ছাপতেই হয়,লক্ষ্মী-গণেশ নয়, ছাপা হোক ছত্রপতি শিবাজির ছবি। মহারাষ্ট্রের বিজেপি নেতা বলেন, টাকায় শিবাজির ছবি ছাপলেই তাঁকে ঠিকঠাক সম্মান জানানো হবে।
বিতর্কের ঝড় উঠেছে টাকায় ছবি ছাপা নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে দিল্লির মুখ্যমন্ত্রী ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি জানিয়েছেন। কেজরিওয়ালের দাবি, নতুন করে যে নোট ছাপানো হবে, সেখানে এক দিকে থাকুক মহাত্মা গান্ধীর ছবি। আর অন্য দিকে লক্ষ্মী-গণেশের মুখ। মতামত, নোটে দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে। বর্তমান দুর্দশা কাটিয়ে উঠবে অর্থনীতি।
এরপর অবশ্য কেজরিকে সবদিক থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। বিজেপি মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগগা বলেন,”কেজরিওয়াল শুধু আতস বাজি পোড়ানোর জন্য হিন্দু শিশুদের জেলে ভরতে চান। এখন নিজের ঔরঙ্গজেবের মতো ভাবমূর্তি ভাঙতে এসব বলছেন। হিন্দু সাজার চেষ্টা করছেন।” দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি বলেন, “কেজরিওয়াল নিজের হিন্দুবিরোধী মুখ লোকানোর মরিয়া চেষ্টা করছেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হবেন।” অন্য বিরোধী দলগুলিও টার্গেট করছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কংগ্রেসের দাবি, ভোটব্যাংকের জন্য কেজরিওয়াল সব বলতে পারেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন,”ও তো বিজেপি-আরএসএসের বি টিম। কেজরিওয়াল কিছুই বোঝে না। ভোটব্যাংকের জন্য ও সব বলতে পারে। কেজরিওয়াল যদি পাকিস্তানে যায় তাহলে সেখানে গিয়েও বলবে আমি পাকিস্তানি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *