
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি দম্পতির, গ্রেফতার পঞ্চায়েত সদস্য
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ আদিবাসী দম্পতির পুকুরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় তোলপাড় গোটা এলাকা। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সৈয়দ আলি। কেশপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতকে আজই তোলা হবে আদালতে।
পাঁচখুরি মেদিনীপুর সদর ব্লকে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামকুণ্ডায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সৈয়দ আলি পুকুরে মাছচাষ করেন। প্রায়শই পুকুর থেকে মাছ চুরি যেত বলে বারবার ঘনিষ্ঠমহলে অভিযোগও করে সে। মাছ চুরি আটকাতে পুকুরপাড়ের সব দিকে ইলেকট্রিক ফেন্সিং দেয় এমনটাই অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে পুকুরপাড়ে ওই আদিবাসী দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। মায়ের দেহ দেখতে পায় তাঁদের এক সন্তান। গ্রামবাসীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন। মুগলির মৃতদেহ পুকুরপাড়ে পেলেও বাপির মৃতদেহ প্রথমে দেখা যায়নি।
কিছু পরে পাড়ের কাছেই জলে ডোবা বাপির মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে বুধবার কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডা। প্রায় চারঘণ্টা ওই পুকুরপাড়ে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত সদস্যর বাড়িতেও। পলাতক ওই ব্যক্তি। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক পালিয়ে যান পরিবারের লোকজন। ব্যাপক তাণ্ডব চলে পঞ্চায়েত সদস্যর বাড়িতে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার সদরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।
পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় এলাকায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ নামানো হয়। দোষী পুকুর মালিককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। রাতের দিকে কেশপুর থেকে অভিযুক্ত সৈয়দ আলিকে গ্রেফতার করে পুলিশ।