রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : রাজ্যে ভয়ঙ্কর ভাবে বাড়ছে ডেঙ্গি। এরই মধ্যে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত উত্পল নস্কর ছিলেন কলকাতা পুলিশের ASI। বেড়েই চলেছে মৃত্যুর হার । পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। আজ ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিকে পুলিশ বাহিনীর আরও কয়েকজন কর্মী ডেঙ্গি আক্রান্ত বলে পুলিশ সূত্রে খবর।এরইমধ্যে, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া।

সূত্রের খবর,চিকিত্‍সকরা বলছেন, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা। বেলেঘাটা আইডি চিকিৎসক কৌশিক চৌধুরী বলেন, “ডেঙ্গি এখনও চলবে। বৃষ্টি না হলে, শীত এলে কমবে। এখন যাঁরা আক্রান্ত, তাঁদের কম বয়সী ও মহিলা। মহিলাদের কেন হচ্ছে। আচমকা শারীরিক অবস্থার অবনতি।”শুধুমাত্র ডেঙ্গি আক্রান্তই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

ডেঙ্গিতে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা এক ব্যক্তির। স্বাস্থ্য দফতর সূত্রে খ‍বর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি। তার মধ্যে, শীর্ষে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। শ্রীরামপুর পুরসভায় ৪৪০ জন।ব্যারাকপুর পুরসভায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৬। শুক্রবার, স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব।মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেওয়া হয় স্মারকলিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *