রাজ্যে কৃষকদের আর্থিক সাহায্য বন্ধ রাখার আর্জি দিলীপ ঘোষের
প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পকে ইস্যু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । চিঠিতে মোদীজিকে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সাহায্য বন্ধ রাখার আর্জি জানালেন। তাঁর আশঙ্কা রাজ্যে বর্তমান সময়ে ওই অর্থ নিয়ে দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু অর্থ পাঠানোর বন্ধ রাখার কথাই নয়, সেইসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, অর্থ দেবার আগে বাংলা থেকে প্রেরিত কৃষকদের তালিকা একবার ভালো করে পরীক্ষা করে নিতে। কিংবা কৃষকদের অর্থ দেওয়ার আগে বাংলায় কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল পাঠিয়ে তালিকা তৈরি করার কথাও বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিলেও, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করার উদ্যোগ নেয়। যার ফলে প্রথম কিস্তির টাকাও পান বেশকিছু কৃষক। কিন্তু এদিকে আবার দিলীপ ঘোষ দাবী করছেন, এই প্রকল্পের সুবিধা নেওয়ার নির্দিষ্ট পোর্টালে ২৩ লক্ষ কৃষকের নাম থাকলেও, টাকা পেয়েছেন মাত্র ৭ লক্ষ কৃষক। এই প্রকল্পের ক্ষেত্রে তৃণমূল সরকার তোষণের পথে চলে অনেক কৃষককে তাঁদের যোগ্য প্রাপ্য অর্থ থেকে বঞ্চিতও করতে পারে বলে, চিঠিতে লিখেছেন দিলীপ ঘোষ।
সবমিলিয়ে তাঁর মূল বক্তব্য, এখন আপাতত এই অর্থ পাঠানো বন্ধ রাখা হোক। কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল বাংলায় এসে সমস্ত কিছু পরীক্ষা করে তবেই কৃষকদের তালিকা তৈরি করুন, নাহলে বাংলা থেকে পাঠানো তালিকা ভালো করে পরীক্ষা করা হোক।