জানেন কিভাবে জ্বলছে রমলালার তিলক? জানুন বিস্তারিত

24hrstv desk: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর আজ প্রথম রামনবমী, বিশেষভাবে সেজে উঠছে রমলালা। আর ইতিমধ্যেই যে রামনবমীর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে রামলালার তিলক, সে কথা বলাই বাহুল্য। কারণ ভগবান রাম ইশ্বকু বংশের, অর্থাৎ, তিনি সূর্যের বংশধর বা সূর্যবংশী বলে মনে করা হয়। আর আজকের দিনেই তার কপালে দেখা গেলো সূর্য তিলক।

জানেন কি কিভাবে জ্বলছে তিলক? অনেকেই হয়তো ভাবছেন তিলক জ্বলছে দৈব্য উপায়ে, আসলে তা নয়। দৈব্য উপায়ে নয় বরং বৈজ্ঞানিক উপায়ে জ্বলছে রামলালার তিলক।

আজ রামনবমির শুভক্ষণে অযোধ্যায় হলুদ পোশাকে অপূর্ব সাজিয়ে সাজানো হয়েছে রামলালাকে। মূল আকর্ষণ রামলালা। কপালে জ্বলজ্বল করছে তিলক। আর সেই তিলকের আলোর ছটা দেখতেই কাতারে কাতারে দর্শনার্থীরা ভির জমিয়েছেন অযোধ্যায়। এই আলোর ম্যাজিকের মধ্যেই রয়েছে চমৎকার বৈজ্ঞানিক পদ্ধতি। আসলে রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে পড়ছে সূর্যালোকের এক সূক্ষ রেখা। যার নাম রাখা হয়েছে ‘সূর্য অভিষেক’ বা ‘সূর্য তিলক’ বলে। এই সময়, সূর্যের রশ্মি ‘সূর্য তিলক’ হিসাবে রাম লালার কপালে অবস্থান করবে। ধার্মিক দিক থেকেও যা বেশ তাৎপর্যপূর্ণ।

এটি আলোকবিদ্যা এবং মেকানিজমের এক দুর্দান্ত প্রয়োগ। প্রতি বছর নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে সূর্যের রশ্মি দেবতার কপালে এসে পড়বে। তবে, এই পদ্ধতির ব্যবহার একদমই যে নতুন তা বলা যায় না। ভারতীয় উপমহাদেশের বহু প্রাচীন মন্দিরে এই প্রযুক্তি দেখতে পাওয়া যায় অনেক আগে থেকেই। রাম মন্দিরেও সেই একই মেকানিজম ব্যবহার করা হয়েছে তবে কৃত্রিমভাবে, ইঞ্জিনিয়ারিং একটু ভিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *